বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারা হাইলধর বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়ু হলে মানুষ যে স্বপ্ন নিয়ে গণঅভ্যূত্থান ঘটিয়েছে তা নস্যাৎ হবে। মানুষ নতুন ফ্যাসিবাদতন্ত্র চায়না। অচিরেই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। গতকাল আনোয়ারাস্থ হাসশমা এলাকায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উপজেলার ১০নং হাইলধর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এস এম মোজাম্মেলের সভাপতিত্বে ও সদস্য মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার রফিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মাসুদ, সদস্য রফিক ডিলার, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু, মনছুর উদ্দীন, নেছার উদ্দীন, আখতারুজ্জান, মো: নেজাম উদ্দিন, ইউছুফ, আমিনুল ইসলাম, মুছা মেম্বার, আবদুল মন্নান, মো: সাগর, মো: জকরিয়া, শাহজাহান, আলফাজুর রহমান আরিফ, মোকাররম, এরশাদ, মো: সুমন, আবু তাহের, রাসেল, আবু তৈয়ব মাহি, মো: হাসান, নাছির উদ্দিন, কিং আরিফ, ইসনাইল বিন মনির, মো: তারেক, মো: অনিক, বোরহান, শফিউল আলম চৌধুরী, ইমরান ও রাহাত প্রমুখ।

নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ : রবিবার (১৬ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে আরব আমিরাতে চট্টগ্রাম রাউজানের সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) উদ্যোগে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল এনপিকেপি’র সিনিয়র সদস্য ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সিনিয়র সদস্য এম. শাহেদ সরওয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সদস্য ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। এতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, নাতে মোস্তফা (.) পেশ করেন মৌলানা মুহাম্মদ তৌসিফ রেজা আলকাদেরী। ইফতার মাহফিলে নদিমপুর প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরী, ওয়াজের নিজাম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হাসান, জাহেদুল ইসলাম, নাছির উদ্দিন, আলতাফ উদ্দিন জনি, মোজাহেরুল হক, নুরউদ্দিন খাঁন বাবর, আবুল ফয়েজ মোস্তফা, সেলিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহীম, আলতাফ হোসেন রিটন, শাফায়াত হোসেন, মোহাম্মদ মাহাবু, মোহাম্মদ খোকন, সাগর চৌধুরী, সোহেল চৌধুরী, মোহাম্মদ মিনার, মোহাম্মদ সুজন, মহিম, রবিউল প্রমুখ।

হারলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল চন্দনাইশ উপজেলা হারলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারলা তৈয়্যবীয়া নূরীয়া হাফেজিয়া এতিমখানায় এই আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজিব জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল, দোহাজারী পৌসভার নেতা মোহাম্মদ ইউসুফ, আজম আলমগীর, জাহেদ, মোহাম্মদ আরিফ, জাহেদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয় ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

জামায়েতে ইসলামী কদলপুর শাখা : বাংলাদেশ জামায়েতে ইসলামী কদলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাউজান কদলপুর হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালিমুল কোরআন ও মজলিসুল মুফাসসিরিন বিভাগের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি এ.কে. এম. মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার আমীর শাহ জাহান মঞ্জু, শ্রমিক কল্যান ফেডারেশন রাউজান উপজেলার সভাপতি আবুল হাসেম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাউজান আদর্শ থানা শাখার সভাপতি মুহাম্মদ শাহ জালাল। উপস্থিত ছিলেন মুহাম্মদ এরশাদুল ইসলাম, মোরশেদ খান, ইকবাল খান, নাজিমুদ্দিন, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, মনিরুল হক চৌধুরী, বদিউল আলম, পারভেজ, আরমান, আবদুর রহমান প্রমুখ।

১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা কমিটি : নগরীর ৩৮নং ওয়ার্ড ১নং সাইট নতুন জামে মসজিদ পরিচালনা কমিটি ও মধ্যম হালিশহর কলতান সংঘের যৌথ উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, সংঘের উপদেষ্ঠা কমিটির চেয়ারম্যান মোঃ সরওয়ার আলম, সদস্য আবু তাহের, জয়নাল আবেদিন, মোঃ ইউছুপ, সংঘের সভাপতি হাজী মোঃ নোমান, মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহীন, সংঘের সহ সভাপতি মোঃ আরিফ। দোয়া মাহফিল পরিচালনা করেন, উক্ত মসজিদের খতিব মৌলানা বেলাল উদ্দীন নোমানী। এতে মধ্যম হালিশহর কলতান সংঘ ও মসজিদ পরিচালিনা কমিটির কার্যনির্বাহী সদস্যসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্‌বান জানানো হয়েছে। সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইগনকে এ আহবান জানানো হয়। সংগঠনের সভাপতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোরশেদ হোসাইন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সরকারী সিটি কলেজের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব এলাহী। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা চৈতির উপস্থাপনায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অ্যালামনাই উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। বক্তব্য রাখেন রোটারিয়ান অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা, মশিউল আলম খান নিজাম উদ্দিন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজি মুহাম্মদ মহসিন কলেজ গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ সোবহান ও ব্যাংকার কর্মকর্তা হাকিম উল্‌্লাহ।এতে প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষকশিক্ষার্থীর এতে চট্টগ্রামে অবস্থানরত দুইশতাধিক অ্যালামনাই অংশ নেন।

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন : বৃহস্পতিবার চট্টগ্রাম নাসিরাবাদ পাবলিক স্কুলে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মহিউদ্দিন স্বপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল১ চট্টগ্রাম পিপি এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, নগর মহিলা দলের সহ সভাপতি এডভোকেট আশরাফি বিনতে মোতালেব, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক হামিদ হোসেন ছিদ্দিকী, নগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহ আলম রব, আব্দুর রহমান রকি, মোহাম্মদ আবু হানিফ, আব্দুর রব, সোহেল, ফজলুল করিম মনছুর, ডাক্তার নুরুল আবছার, জাকির হোসেন, বিলকিস বেগম, খালেদ রেজা চৌধুরী, আসাদুজ্জামান খান সুমন, খাজা মাঈনুদ্দীন টিটু, আনোয়ার হোসেন খান সুজন, নেজাম উদ্দীন, সাইফুল্লাহ, মো. লোকমান প্রমুখ।

আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদ : ফটিকছড়ি প্রতিনিধি জানান, আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতারের নিয়মিত আয়োজনের মধ্য কেন্দ্র, জেলা, দায়রা ও আঞ্চলিক শাখার খাদেমানদেরকে সম্পৃক্ত করে গাউসুলআজম মাইজভাণ্ডারীর ইবাদাতগাহ্‌ ও সংলগ্ন ময়দানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র, শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর (.) সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব সৈয়দ আরসালুল আরাফাত রিয়াদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সওকত আলী চৌধুরী, মুহাম্মদ আফাজ উদ্দিন, মুহাম্মদ আমির আহমেদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন প্রমুখ।

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা : পবিত্র রমজান উপলক্ষে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় চার্চম্যাকডোনাল্ডস্‌হ ল্যান্ডমার্ক চট্টগ্রাম ভবনে

গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপকমিটির আহব্বায়ক নুরুল আমিন, প্রধান সমন্বয়কারী আরিফ চৌধুরী, সদস্য সচিব জাবের শফি, সদস্য কামাল হোসেন মিঠু। উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের সাবেক কোচেয়ারম্যান শামশুল আলম, আজীবন সদস্য সরোয়ার হোসেন, মুনীর আহমেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ রিজভী চৌধুরী, আশ্রাব আলী খান লিটন, মতিউর চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, দিদারুল আলম, মেজবাহউদ্দীন, কাওসার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, ওসমান গনি চৌধুরী, তানিম মহসীন, নওশাদ কামাল, মজিবুর রহমান, মোহাম্মদ হারুন, এডভোকেট আবদুল হামিদ প্রমুখ।

বড়লিয়ায় জামায়াত : পটিয়া প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম বলেছেন, এদেশে ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কেউ অভুক্ত থাকবে না। সম্প্রতি বাংলাদশে জামায়াতে ইসলামী পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত ইসলামী বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিবের সভাপতিত্বে ও ব্যাংকার শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমীর মো: জসিম উদ্দিন, শাহজাহান মহিউদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন। এতে উপস্থিত ছিলেন নুরুল আবছার, ইমরান হোসেন, মো: নোমান, মো: তানভীর, মো: মনছুর, জাকির হোসেন, নাজিম, মোকাররম, কাইছার, রোকন, বেলাল, তৈয়ব, সাইফু প্রমুখ।

আনোয়ারা রায়পুর ইউনিয়ন বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আনোয়ারায় রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বুধবার বিকালে ইউনিয়নের জৈদ্দার হাট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা ফরহাদ ইবনে সালের সাপতিত্বে ও আনোয়ারা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন শিপুর সঞ্চালায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্মআহবায়ক মনজুর উদ্দীন চৌ:, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফজুল আমিন, উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দীন চৌ, জাহেদ, যুগ্ম আহবায়ক হাছান চৌ:, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুল হক চৌধুরী, বদিউল আলম, আবদুল গফুর, শাখাওয়াত হোসেন সাহেদ, হোসেন বাসি, মোঃ ছবুর, নাছির, মো: নাছির, নূরুল জামাল, হাফেজ মিজান, এম. এ খালেদ, তালহা রহমান, আবু সৈয়দ, দিদার, ফারুক, হেলাল, জাহেদ, সাহেদ, মুরাদ, আবদুল খালেক মেম্বার, নাগু, কাইয়ুম, ইদ্রিস, কামাল, মিন্টু, রাকিব, জালাল, ফারুক, ইছহাক, ইলিয়াস প্রমুখ।

বোয়ালখালী প্রেসক্লাব : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলা বিআরডিবি হল মিলনায়তনে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেনবোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ওসমান গনী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শওকত আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ খোরশেদ আলম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম, মো: লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, এডভোকেট সেলিম চৌধুরী, এমরান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু আক্তার, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক হেলাল উদ্দিন টিপু, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বিএনপির নেতা সরোয়ার আলমগীর। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেনফারুক ইসলাম, সাইফুদ্দীন খালেদ, সৈয়দ মো: নজরুল ইসলাম, প্রভাষ চক্রবর্তী, এস,এম নাঈম উদ্দিন, জাহিদ হাসান, খোরশেদ আলম। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেনমাওলানা মোঃ আবছার। এ সময় উপস্থিত ছিলেন বকতেয়ার, কামাল উদ্দিন, মাহমুদুল হক মেম্বার, মো: শাকিল, মো: মামুন, পল্টু কান্তি বড়ুয়া, নজির আহমদ, মোঃ ইলিয়াছ, রিদুয়ানুল হক, আবু তালেব, প্রদীপ শীল, কাজী আয়েশা ফারজানা, মোঃ ইউছুপ, হাসান চৌধুরী, মো: সিরাজুল ইসলাম, কফিল উদ্দিন, বিপ্লব জলদাস, সবুজ প্রমুখ।

দারুন্নাজাত হিফয মাদরাসা : নগরীর পাহাড়তলী সরাইপাড়াস্থ দারুন্নাজাত হিফয মাদরাসায় বৃহস্পতিবার হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নূর আহমেদ গুড্ডু। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাও. আশিক উল্লাহ, মাও. রাশেদুল ইসলাম, মুহাম্মাদ আলম, মাও. আব্দুল আলিম, মাও. ওসমান গণি, মাও. নূর নবী, হাফেয জুনায়েদুল করীম, হাফেয রাইহান ও মো. আরমান আতিক। শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কিরাত, অর্থসহ হাদীস ও হাম্‌দনা’ত পরিবেশন করে। মিলাদ ও দোয়ামুনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ নূরী।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধনায়িকার জীবনই যেন সিনেমার চিত্রনাট্য