রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং : রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের নিয়মিত সভা ও ইফতার মাহফিল যথাযোগ্য ধর্মীয় মর্যদায় সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে জিন্নুরাইন কনভেনশন সেন্টারে ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে নিয়মিত সভা ও বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী রোজার ফজিলত ও মোনাজাত পরিচালনা করেন। ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, মো. শহীদুল ইসলাম চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সৈয়দা কামরুন নাহার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সালাউদ্দিন, ক্লাব সেক্রেটারি ড. আয়েশা আফরিন, ট্রেজারার মো. ইকরাম পাশা, মো. মিজানুর রহমান আপন, ফারিহা তাবাস্সুম, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেন, সহ সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, মো. হান্নান, রোটারিয়ান মোহাম্মদ হান্নান, রোটারিয়ান জামাল উদ্দিন, মো. আব্দুল্লাহ আল মামুন, আহমেদ ইসমাঈল প্রমুখ। অন্যান্য ক্লাব থেকে উপস্থিত ছিলেন এস এম মহিবুর রহমান, এ এ কে এম শহীদুল চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, মো. জাহিদুল হক, আজম মো. জহির উদ্দিন, মো. শাফ্ফাত। অতিথি ছিলেন পুলিশের সহকারী কমিশনার মো. আবুল কালাম, মহসিনা ও রোটারি পরিবারের সদস্যরা প্রমুখ। বক্তরা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিঘ্রই গ্রেটার চিটাগাংয়ের পক্ষে সুবিধা বঞ্চিত রোজাদারদের প্রায় দুশো পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে তাদের পাশে দাঁড়ানো হবে।
চন্দনাইশ ইসলামি ফ্রন্ট : ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) এলাকার আওতাধীন শাখা সমূহের পযৗথ উদ্যোগে সাংগঠনিক এৃলাকার দায়িত্বশীলদের সম্মেলন ও ইফতার মাহফিল গতকাল ১৫ মার্চ গাছবাড়ীয়ায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামি ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলাইমান ফরিদ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলী হোসাইন, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আলমগীরুল ইসলাম বঈদী, নুরুল্লাহ রায়হান খান, সোহাইল আনসারী। বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম আনসারি উপাধ্যক্ষ আহমদ হোসাইন, মাওলানা কামাল উদ্দিন বাঘা, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, ডা. মুহাম্মদ মহিউদ্দিন, ইমতিয়াজ আহমেদ, মাজহার হেলাল, মাওলানা আবু নাইম, আলী আক্কাস, মাওলানা নুরুল আমিন, এম এ মতিন সহ যুবসেনা ছাত্রসেনা চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকার দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শই একমাত্র সঠিক পথ ও মত। এ মতাদর্শের আলোকে সমাজ প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আনোয়ারা রায়পুর বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, যারা চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদের কোনো দলীয় পরিচয় নেই। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। জাতীয়তাবাদী দল বিএনপি এসব অপরাধমূলক কর্মকান্ডকে আশ্রয়–প্রশ্রয় দেয়না। তিনি গতকাল শনিবার আনোয়ারাস্থ দোভাষী বাজার সংলগ্ন মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা উপজেলাধীন ৩নং রায়পুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মো: রফিকের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ, যুগ্ম জাগির আহমদ, সদস্য রফিক ডিলার, মোহাম্মদ কাশেম, আবদুল মইম চৌধুরী ছোটন, মোহাম্মদ লোকমান, ইউচুপ মাস্টার, আবদুল হক, দিল মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ ইসমাইল তালুকদার, মোহাম্মদ সাদেক, কনক চৌধুরী, আবু সালেহ, মামুন খান, নুরুল ইসলাম, মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম, বিএনপি নেতা ইলিয়াস, ইউনুস, মোহাং সাদেক, টিপ চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, মমতাজ সওদাগর, জামাল, শাহ জাহান, ফেরদৌস, মিজান, আবু ছৈয়দ, সালাউদ্দিন, মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, যুবদল নেতা নুরুল আমিন, শোয়েব, নুরুল কবির রানা, হোসেন শামসুল আলম, বাবলু খান, কামাল, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুর শাহেদ খান রিপন, ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম, রুবায়েত খান সিফাত, তারেকুল ইসলাম হেলাল, হান্নান, জামাল প্রমুখ।
ফটিকছড়িতে সরকারী কর্মচারী কল্যাণ সমিতি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত বুধবার উপজেলার শফিকুন নুর মওলা হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবু নাসির মো. একরামুদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, ওসি তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের, উপজেলা সমবায় অফিসার শহিদুল ইসলাম ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা তানবীর আহমেদ সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সফিউল্লাহ্, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী নূর মিয়াজী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, বিবিবহাট বাজার বণিককল্যাণ সমিতির সভাপতি সাইয়েদ মুহাম্মদ ইলিয়াছ, সহ–সভাপতি নাজমুল তারেক, শিক্ষক নেতা জেএম তৌহিদ, রেজাউল করিম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মো. শহীদুল্লাহ, মো. শফিউল আলম, মো. নুরুল হক, নুরুল করিম, মো. মুছা, নাজমুল হোসেন, মো. সাইফুদ্দিন, মো. শাহজাহান ভূঁইয়া, ফরমান হোসেন, নিজাম উদ্দিন, মো.পারভেজ, ইমরান হোসেন প্রমুখ।
চরলক্ষ্যা ইউনিয়ন জামায়াত : পটিয়া প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর নেতারা যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অন্যকোন পার্টির নেতারা সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সুতারং আসুন, সে পরীক্ষিত নেতাদের আরো একটু পরীক্ষা করি। বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এইচটি কনভেন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চরলক্ষ্যা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও মো. ইব্রাহিম ও দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাঈল হাক্কানী, বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর মনির আবছার ও সেক্রেটারি নুর উদ্দীন জাহাঙ্গীর। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান, চরলক্ষ্যা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সৈয়দ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব মাস্টার ও সাংবাদিক নুরুল আমিন মিন্টু। এতে কুরআন তেলাওয়াত করেন চরলক্ষ্যা ওয়ার্ড সভাপতি হাফেজ লোকমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন মো. রফিক ও মো. ফরিদ। মুনাজাত পরিচালনা চরলক্ষ্যা গাউসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল মোস্তাফা।
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা : বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার ইফতার মাহফিলে বক্তারা বলেছেন– রোজা হচ্ছে আল্লাহ তায়ালার সন্তুষ্টির অন্যতম সোপান। যেটি কেবলই মানুষকে সৎ ও তাকওয়াবান হওয়ার মতো আমলের শিক্ষা দেয়। কেননা মানুষের সামনে আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করার মতো অবারিত সুযোগ থাকা সত্বেও যা করতে মানুষ ভীতসন্ত্রস্ত থাকে। আর এটিই হচ্ছে রোজার অন্যতম বৈশিষ্ট। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস রহমান মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে ও ড. মোহাম্মদ মহিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোর্দারেছীনের কেন্দ্রীয় সহ–সভাপতি রাঙ্গুনিয়া আলমশাপাড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা অধ্যক্ষ শামসুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শওকী, অধ্যক্ষ হাফেজ আহমদ, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, অধ্যক্ষ আল্লামা তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, অধ্যাপক শাহ আমানত উল্লাহ, অধ্যক্ষ জানে আলম নিজামী, অধ্যাপক শহিদ ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আবদুল গফুর রেজভী প্রমুখ।
ফটিকছড়ি বিএনপি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন– ছল চাতুরী না করে অচিরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাচ্ছি। তিনি বলেন, নির্বাচনের দাবিতে যাতে আন্দোলন করতে না হয়, সেটা মাথায় রাখা উচিত। শনিবার (১৫ মার্চ) উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদ, এস এম মনসুর চৌধুরী এবং জালাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, নাজিম উদ্দিন বাচ্চু, নুরুল হুদা, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ বেলাল, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, আহমদ রশীদ চৌধুরী, একরামুল হক, নাজিম উদ্দিন, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ ও কে এফ সাইমুন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজল বারী, মহিবউল্লাহ বাহার, আবু তাহের সিদ্দিকী, এস এম ইউসুফ, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আজম খান, এস এম সফিউল আলম, নাছির উদ্দীন, আবু মাষ্টার,আলা উদ্দীন, আবু আজম তালুকদার, মো. এমরান, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, নাজিম উদ্দীন, বেলাল বিন নুর, মো. এরশাদ, ইকবাল চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সন্দ্বীপ প্রেসক্লাব : সন্দ্বীপ প্রতিনিধি জানান, শনিবার ১৪ রমজান সন্দ্বীপ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ ১৬ বছর পর সন্দ্বীপে সাংবাদিকদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান। সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সালের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সন্দ্বীপ উপজেলার এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বিএনপির সন্দ্বীপ উপজেলা সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম চৌধুরী, বিএনপির উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনির তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীব, সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি আবুল কাসেম শিল্পী, নাগরিক কমিটির সদস্য চারু মিল্লাত, শামছুল আজম মুন্না প্রমুখ।
চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা তাঁতী দল : চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা তাঁতী দলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোঃ সেলিম হাফেজ, খাগড়াছড়ি জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আলমগীর, উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব সেলিম নূর, খাগড়াছড়ি জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ভূঁইয়া, চট্টগ্রাম ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রমজান, যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন জনি, মোঃ জাহেদ আনসারী, মোঃ জসিম, সাজ্জাদ, ফারুক কবির, শামসুল হক গাজী প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ সিদ্দিক। সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর তাঁতী দলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ প্রমুখ।
থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদ : চট্টগ্রাম নগরের মুরাদপুরে ইলেক্ট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদ কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবারবিকেলে মুরাদপুরস্থ সংগঠনটির প্রধান কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ জাবেদ মিয়ার সভাপতিত্বে ৩৯ জন বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এসকান্দর মির্জা, প্রধান বক্তা হিসেবে ছিলেন ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মুজিব, মোঃ মিজানুর রহমান, মোস্তফা, মোঃ হান্নান, মোঃ কবিরসহ অনন্য নেতৃবৃন্দগন।
এতে আরো উপস্থিত ছিলেন নব নিযুক্ত কমিটির সভাপতি শেখ জাবেদ মিয়া, সহ–সভাপতি সালামত আলী, সাধারণ সম্পাদক এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক দাউদ হায়দার লাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম সুমন, অর্থ সম্পাদক মোঃ মঞ্জু মিয়া, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন (জসু), দপ্তর সম্পাদক মোঃ ওসমান, ধর্ম বিষযয়ক সম্পাদ এম, এ সাইদ, লাইন সম্পাদক আবদুল মোনাফ (মুরাদ), আপ্যায়ন সম্পাদক মো: দেলোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ক্রিয়া সম্পাদক মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য, আবুল কালাম খান, মোঃ মাজেদুল হক, তরিকুল হক এরশাদ, মোঃ সেলিম, মোঃ নুর আলম, মোঃ রিপন, মোঃ শামসু মোঃ মানিক মিয়া, মোঃ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম রাশেল, আলী আক্কাস, মোঃ মনির শেখ, মোঃ ফিরোজ, মোঃ আমিন উল্লাহ, মোঃ শেখ সেলিম, মোঃ জামাল শেখ, মাসুদ রানা, মোঃ তারেক, মোঃ মোস্তফা, রাশেদুল ইসলাম, মোঃ রাশেদ, মোঃ হাসান, জনি ধর।