বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

দেওয়ান বাজার : ২০ নম্বর দেওয়ান বাজারস্থ চসিক কায়সার-নিলুফার কলেজ প্রাঙ্গণে প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিবুল্লাহ চৌধুরী। সাইদুল আরেফিন বাচ্চুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছমিউদ্দিন আজগর, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, কুতুব উদ্দিন সেলিম, রতন কুমার দাশ, সেকান্দর আলী, শিহাব উদ্দিন, মো. এছাক, সেলিম রেজা, অধ্যক্ষ হাজী মো. শেখ ওমর ফারুক, মুসলিম আলী জনি, মাহাবুবুল হাকিম মাবু, আব্বাস আলী প্রমুখ।


সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন : বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত সোমবার নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ দবির উদ্দিনের সভাপতিত্বে ও আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন লুৎফর রহমান খান, হেদায়েত হোসেন, আকতার হোসেন, নায়েবুল ইসলাম ফটিক, হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন, খোরশেদ আলম, আমির হোসেন, নিজাম উদ্দিন, আসাদুর রহমান আসাদ, আজমীর হোসেন, মো. আলাউদ্দিন, রেজওয়ান হোসেন, মফজল আহম্মেদ, মো. রাশেদুল ইসলাম প্রমুখ।


শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর : জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার উদ্দিন আহমেদের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মুক্তিযোদ্ধা অ্যাড. মাহফুজুর রহমান খান, মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজা মিয়া, জামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন, জাফর ইকবাল, কায়েস, রিপন, মিজান চৌধুরী, অসিম বড়ুয়া, সেকান্দর, জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সিবিএ নেতা মোহাম্মদ কফিল উদ্দিন, আবু তাহের জিহাদী, নুরুল আবছার, কানিজ ফাতেমা প্রমুখ।


গাউসিয়া কমিটি বায়েজিদ শাখা : দুস্থ মানবতার সেবা বড় ইবাদত। গাউসিয়া কমিটির কর্মীরা মানব সেবায় সর্বদা হাসি মুখে এগিয়ে আসছে। গাউসিয়া কমিটি বায়েজিদ থানা শাখার কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন এ মন্তব্য করেন। বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি আবদুল হামিদ সর্দারের সভাপতিত্বে গত ১৭ এপ্রিল কুলগাঁওস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমদ। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন সোহেল। খোন্দকার ইরশাদুল আলম হিরার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বায়েজিদ থানা সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মাওলানা সালামত আলী, সামশুল আলম, মুহাম্মদ মোসলেম উদ্দীন, শেখ আরিফুর রহমান প্রমুখ।


চমেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি : বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল গত ১৮ এপ্রিল বিকেলে চমেক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির চমেক হাসপাতাল আঞ্চলিক শাখার সভাপতি আবদুল মতিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন চমেকের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, সমিতির চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তারেক। চমেক শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. ইসহাক, মো. আনোয়ার, মো. শাহজাহান প্রমুখ।


শিক্ষক সমিতি চট্টগ্রাম শাখা : বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্য মাসগুলির অপেক্ষায় অধিক মর্যাদাপূর্ণ। এ মাসে অর্জিত জ্ঞান অন্য সবমাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে উঠবে। সমিতির সভাপতি এম এ ছফা চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম রোটারী সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রোটারী সেন্টারের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। আলোচনায় অংশ নেন, সংগঠনের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাহফুজুল ইসলাম, মো. নিজামউদ্দিন, প্রমুখ।
লাকসাম বঙ্গবন্ধু ফোরাম, চট্টগ্রাম : বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম, চট্টগ্রামের আয়োজনে আগ্রাবাদের একটি কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি সমাজসেবক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মো. তাহেরুল ইসলাম, পিডিবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. মতিউর রহমান, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, হালিশহর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার টিটু প্রমুখ।

মির্জাপুর দরবার : শাহসুফি সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারীর (ক.) ওরশ ও রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। মো. নুরুল ইসলাম নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুর রব্বান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতার হোসেন খান সুমন, সৈয়দ শাহিনুল হক সাহেদ, মো. ফারুক, মো. দিদারুল আলম, মো. ইলিয়াছ মেম্বার, মাওলানা ইউনুছ, সমীর কান্তি দাশ, সুমন দাশ, মো. মুছা কোম্পানী, সৈয়দুল হক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবুল কালাম।

নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আা.লীগ নেতা আলী আকবরের ব্যবস্থাপনায় পলিটেকনিকেলস্থ খুলশী কলোনী এলাকায় প্রায় ৮শ’ রোজাদারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা একে এম জাফরুল্লাহ চৌধুরী। আব্দুল মাবুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগ নেতা আলী আকবর। উপস্থিত ছিলেন পলিটেকনিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল কবির, মহানগর প্রজন্ম লীগের সভাপতি একেএম মিজানুর রহমান শিশির, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলাল, আহমেদ পারভেজ, মোহাম্মদ বেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী
পরবর্তী নিবন্ধআগামীতেও প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের জয়ী করতে হবে