বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

চকবাজার থানা বিএনপি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রোজাদার ও পথচারীদের মাঝে সোমবার (৩ মার্চ) চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চলমান ইফতার বিতরণ করা হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক, প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহীন কবির শাহীন, চকবাজার থানা বিএনপি নেতা মো. সেলিম, বিএনপি নেতা মো. কামাল, চকবাজার থানা যুবদল নেতা, আলমগীর, জসিম, ওসমান, কাপাসগোলা ইউনিট বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাহাত উল্লাহ রবিন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠিনক সম্পাদক মাসুদ রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, সালাউদ্দিন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমির মাহমুদ খসরু রাজু, আলম, সোহেল, সালাউদ্দিন, জাকির, জয়নাল, রানা, তারেক, শামস প্রমুখ।

যুবদল : নগরীর জিইসি মোড়ে পথচারীদের মাঝে ২য় রমজানে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গতকাল সোমবার নগরীর ব্যস্ততম এই মোড়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তায় অটোরিকশা চালক, গাড়ির ড্রাইভার, শ্রমিকদের সকলের সড়কে যাতায়াতরত অবস্থায় গাড়ি থামিয়ে নিজের হাতে খুলশী থানা যুবদলের উদ্যোগে ইফতার তুলে দেন তিনি। এসময় খুলশী থানা যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, নাসির উদ্দিন পিন্টু, মোহাম্মদ সুমন মিয়া, মো. সালাউদ্দিন, মো. সুজন, মোশাররফ হোসেন, শাকিল, মিজান ও হাসানসহ থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেওয়ানহাট ও পোস্তারপাড় : পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী গরীব ও অসচ্ছল পথচারীদেরকে দেওয়ানহাট ও পোস্তারপাড় এলাকায় ইফতার বিতরণ উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এসময় উপস্থিত ছিলেন রফিক মেম্বার, আব্দুল মান্নান, আনু মিয়া বাবুল, হাজী মনজুর মিয়া, খালেক। এ সময় প্রধান অতিথি নিয়াজ মোহাম্মদ খান বলেন, পুরো রমজান মাস জুড়ে অসচ্ছল ও গরীব মানুষের জন্য মাজার বাড়ী একতা সংঘের আয়োজনে এই ইফতার চলবে এবং আমার সহযোগিতা থাকবে।

আব্দুস সালাম হাবিবছামুদা খাতুন ফাউন্ডেশন : চন্দনাইশের সাতবাড়িয়া বহরমপাড়ার মাওলানা আব্দুস সালাম হাবিবছামুদা খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল সোমবার দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন কার্যক্রমের পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কুতুব উদ্দীন। সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হোসাইন রুমী। মোনাজাত পরিচলনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল বারী। সমস্ত কার্যক্রম তত্বাবধান করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. মহিউদ্দিন। এ সময় সাতবাড়ীয়া, বৈলতলী, বরমা, চন্দনাইশ হারলার ১৫টি এতিমখানা ও ৪০টি মসজিদ এবং ১৫০০ পরিবারের মধ্যে মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো : প্রথম রমজানে রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবো জালালাবাদ বায়োজিদে অবস্থিত হাজী নাজমা জাহানারা আনোয়ারা হেফজখানা ও এতিমখানায় পুরো রোজার মাসের প্রয়োজনীয় সমস্ত খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করে। এ সময় উক্ত এতিম খানার পরিচালক হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান বিশ্ব মুসলিম উম্মাহর ও উক্ত ক্লাবের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপ্সা টিমের অ্যাডভাইজর ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের প্রাক্তন সভাপতি এস কে আজিম পিন্টু, ক্লাবের সভাপতি রোটা: তাসনুভা হায়দার নোভা, ক্লাব সেক্রেটারি রোটা: সাবিনা কায়ুম, উক্ত ক্লাবের প্রাক্তন সভাপতি রোটা: আব্দুল মামুন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সাফায়েত রায়হান শিহাব। এই মহতী উদ্যোগে রোটারি ক্লাব অফ আগ্রাবাদ সহযোগিতা করেন।

সেবামূলক সংগঠন হাসি : মানব সেবামূলক সংগঠন হাসির পক্ষ হতে সম্প্রতি চাকতাই ভাঙ্গাপুল হাসির কার্যালয়ের সামনে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে দুঃস্থদের মাঝে শুকনো ইফতার ও সাহরির খাবার সামগ্রী বিতরণ করা হয়। এসময় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন চাক্তাই মহল্লা ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মিন্টু। উপস্থিত ছিলেন হাসির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, হাসির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহসিন, ইসমাইল, রিফাত, ইরফান, ফারদিন, আবির, সামি, মু্‌ন্না প্রমুখ। হাসির প্রতিষ্ঠা চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দীন মুন্নাহর সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে প্রতিবছরের মতো বহু সংখ্যক মানুষকে এ সহায়তা করা হয়।

কামালপাড়া যুব সংঘ : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর কামাল পাড়া যুব সংঘের উদ্যোগে পৌরসভার ফটিকা ৫নং ওয়ার্ডের গরিব অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রবিবার কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো.ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামাল পাড়া যুব সংঘের সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মো. এরশাদ, কামাল পাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, আনোয়ার হোসেন, হোসাইনুদ্দিন টিটু, মো. সাদ্দাম হোসেন, মো. রায়হান, মো. নাজিম উদ্দিনসহ কার্যকরী কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দ।

বোয়ালখালী প্রেস ক্লাব : পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বোয়ালখালী প্রেস ক্লাব। গত ২ মার্চ দুপুরে পৌর সদরের ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মো. আলম দিদারের সৌজন্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, এমএ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, পূজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, আল সিরাজ ভাণ্ডারী, রবিউল হোসাইন, কাজী এমরান কাদেরী, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী।

পূর্ববর্তী নিবন্ধঅধিক মূল্যে পণ্য বিক্রি, স্টিলমিল কাঁচা বাজারে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত দুই চালক