বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি : যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে গত শুক্রবার নগরীর একটি কনভেনশন সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল এবং করোনাকালীন সময়ে কাজ করা জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ছাত্রীদের সম্মানি এবং বিভিন্ন স্কুল-কলেজ টুলস কির্টস প্রদান করা হয়। গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল আলীম। অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার।

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ : হাটহাজারী প্রতিনিধি জানান, পৌরসভা আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে গত শনিবার আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোলায়মান সওদাগরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জাফর আহমেদ, শওকতুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, মুজিবুর রহমান মুজিব ও আকতার হোসেন সুমন। ডা. মোহাম্মদ হোসেন ও আইয়ুব খান লিটনের যৌথ পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইচ এম জাকির। উপস্থিত ছিলেন- দীল মোহাম্মদ, সুলতানুল আলম চৌধুরী, নাজমুল হুদা মনি, হাসান শহীদ মিলন, মোস্তাফা আনোয়ার ঝন্টু, আজম উদ্দিন, মো. ইসমাইল, মনির উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহিব, সোলাইমান চৌধুরী, অমৃত লাল দে, শাহাবুদ্দীন মানিক, পরিমল কান্তিদে মাস্টার, সাহেদুল হক খোকন প্রমুখ।

বোয়ালখালীতে গাউসিয়া কমিটি : বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে মীরপাড়া কেন্দ্রীয় খানকা শরিফে অনুষ্ঠিত হয়। কাজী এম এ জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা কাজী ওবায়দুল হক হক্কানী, আবুল মনছুর সওদাগর। আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, জয়নুল আবেদীন আলকাদেরী, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী।
মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন গতকাল ৩১নং ওয়ার্ডে আলকরণের নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমসহ ইসমাইলিয়া হাশেমিয়া হেফজখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন নগর বাইশ মহল্লার সর্দার মুহাম্মদ ইউসুফ। মোট ৫০ জনকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। এ সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, হাফেজ মওলানা মুহিবুল্লাহ, শাহজাদা কুতুবউদ্দিন সিকান্দার, মওলানা আব্দুল হালিম প্রমুখ।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির ব্যক্তিগত তহবিল হতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে শনিবার নগরীর বাদামতলী মোড়ে জনসাধারণের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাদিম উদ্দীন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক দর্শন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় শিক্ষা উপ মন্ত্রী নির্দেশে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রেহাদুল ইসলাম সায়েম, মো. সুমন, ফাহিম চৌধুরী, শাফায়েত নেওয়াজ রোকন, শাহাদাত নুর তুষার, আহাদ চৌধুরী, সোহেল, রফিক আল আমিন, মোহাম্মদ কায়সার, মো.শহীদ।
মুসলিমাবাদ হযরত ইমাম হোসাইন (রা.) ইসলামী পাঠাগার : পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তর পতেঙ্গার মুসলিমাবাদ হযরত ইমাম হোসাইন (রা.) ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং মুসলিমাবাদ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ ও ২১তম আজিমুশশান নূরানী মাহফিল শুক্রবার আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শতাধিক দু:স্থ ও গরীব নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হাজী ক্যাপ্টেন নিজাম উদ্দিন, হাজী নুরুল আলম কোম্পানি, হাজী ফোরকান, হাজী শরীফ কন্ট্রাক্টর, মো. আবদুর রহিম, হাজী মুজিবুল হক, হাজী নাছির আহমদ, মো. হোসেন সুমন, হাজী মমতাজ, মো. নিজামুল হক, হাজী তৈয়ব আলী রেফারি, হাজী নুর মো. খোকন, হাজী আবুল খায়ের, জাহেদ হোসেন জহুর, মো. আবদুল আল মামুন, হাজী নাছির সওদাগর, মো. আলী, হাফেজ জিকিরুল ইসলাম, মো. নাজিম, মো. জাহাঙ্গীর, মো. ইসলাম, মো. সামসু, মো. সোলাইমান, হাফেজ মাসুদ, মো. মাসুদ খান সহ মুসলিমাবাদ হযরত ইমাম হোসাইন (রা.) ইসলামী পাঠাগারের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। বাদে তারাবি ২য় অধিবেশনে নূরানী মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন শায়েখ আবদুল মোস্তাফা রহিম আল আযহারী, উদ্বোধক ছিলেন মাওলানা মোহাম্মদ এখলাছুর রহমান আল কাদেরী। সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন আবেদী।

সরদার বাহাদুর নগর সমাজ কল্যাণ পরিষদ : ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে অবহেলিত সরদার বাহাদুর নগর এলাকাবাসী পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, ওয়াসা কর্তৃক পানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে সকলকে কাজ করতে হবে। গত ১৫ এপ্রিল সরদার বাহাদুর নগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি বেদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আরমান হোসেন বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাধারণ সমপাদক মোস্তাক আহম্মদ বাদল, সহ সভাপতি হায়দার হোসেন বাদল, শাহাজাহন মিন্টু, আনোয়ার হোসেন খান, আহম্মদ মনির চৌধুরী শামীম, মোহাম্মদ আলী সেলিম, মঈনউদ্দিন হাসান বাহাদুর, ফেরদৌস আলম চৌধুরী, সেলিম উদ্দিন, টিপু সুলতান, মহিদুল হক সুমন, মোজাফফর হোসেন, সম্রাট সালাউদ্দিন সরোয়ার মানিক, আব্দুল আউয়াল টিপু, শাহ আলম দিলীপ, নুরুল আজম সুমন, তৌহিদুল ইসলাম, শাহাজাহান, নাদিরা সুলতানা হেলেন, ফখরুল ইসলাম, নছর উল্লাহ প্রমুখ।
গাউছিয়া কমিটি নোয়াপাড়া-শেখপাড়া : নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া শেখপাড়া ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এডভোকেট হাসানের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি হাজী মোহাম্মদ হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা গাউছিয়া কমিটি সহ-সভাপতি মহসিন, ফারুক, মুসলিম, হাজী দিদার, নূর মোহাম্মদ নূরু, নুর উদ্দিন, মোহাম্মদ খান, গোলাম হোসেন, নূর মোহাম্মদ, নাজাম, বাদশা, মামুন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল নোমান।
সন্দ্বীপ সোসাইটি : নগরীর হালিশহরস্থ বি-ব্লকে বসবাসরত সন্দ্বীপ বাসীদের সামাজিক সংগঠন সন্দ্বীপ সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি এবং সন্দ্বীপ সোসাইটির প্রধান উপদেষ্টা বেলায়েত হোসেন। সন্দ্বীপ সোসাইটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মনিরুল মওলা রিপন, সাংগঠনিক সম্পাদক কাজী ফরহাদ আব্বাস, নির্বাহী সদস্য ফছিউল আলম। আরও উপস্থিত ছিলেন আফসার, নুরুল আফসার, রফিকুল মাওলা নোওয়াব, মনির উদ্দিন কাওছার, আশরাফ উল্লাহ খান সুমন, রেজাউল করিম, নাজমুল হাসান টুটুল, হুমায়ুব কবির, ইব্রাহিম হেলালী, সানাউল্লাহ, আব্দুর রহমান হুমায়ুন, জয়নাল আবেদিন, আকবর হোসেন, মোশারফ হোসেন বাবলু, মো. বাহার উদ্দিন, রিদুওয়ান প্রমুখ।

৩৮নং ওয়ার্ড বিএনপি: ৩৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়। ৩৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম,এ. আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা মোঃ শামশুল আলম, হাজী সালাউদ্দিন, হাজী এবাদুর রহমান, মাহাবুব আলম বাচ্চু, নিজাম উদ্দিন হুমায়ুন কবির সোহেল, ফারুক আহম্মেদ, শাহিদা খানম, হাজী মোঃ রফিক, মোঃ ইলিয়াছ, মোঃ মুসা, ডাঃ মামুন, সরোয়ার মোল্লা, যুবদলনেতা তাজ উদ্দিন, মোঃ সিরাজ উদ্দিন, শাহানামা বাছা, আলী হাসান, আনোয়ার হোসেন ঝুনু, মাহাবুব আলম প্রমুখ।
পাহাড়তলী সরাইপাড়া ট্রাক-মিনি ট্রাক-পিকআপ মালিক সমিতি: পাহাড়তলী সরাইপাড়া ট্রাক-মিনি ট্রাক-পিকআপ মালিক সমিতির উদ্যেগে ইফতার মাহফিল গত শনিবার ইসলাম খানের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কভার ভ্যান ট্রাক প্রাইমমুভার গণপরিবহন মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল সাত্তার কোং, সাধারণ সম্পাদক এস এ নিজাম উদ্দিন, আলহাজ্ব আমিনুল হক সও, ডা. নুরুল ইসলাম, পাহাড়তলী ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল হক, মুজিবুর রহমান, শেখ রাজিব আহমেদ প্রমুখ।
১৪নং লালখান বাজার ওয়ার্ড : মানবতার কল্যাণে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা শহীদুল ইসলাম শহীদের ব্যবস্থাপনায় নগরীর ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওতাধীন ডেভারপার এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন। আরো উপস্থিত ছিলেন তামাকুন্ড লেইন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, নগর যুবলীগের সদস্য খোকন চন্দ্র তাঁতী, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, এডভোকেট সৈয়দ রবি, সাইফুল করিম, ইঞ্জি. তৈয়ব হোসেন রুবেল, মোহাম্মদ রুবল, ওসমান গনি বাপ্পী, ইমরান আহমেদ শাওন, সুমন, মাহমুদুল হাসান খান রিয়াজ, শফিকুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম সুমন, মারুফ আদনান, মো. সোহেল, মুন্না, মো. রাসেল মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাকাত বিত্তবান ও বিত্তহীনদের সেতুবন্ধন
পরবর্তী নিবন্ধশহিদুল্লাহ রশিদী