বিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ : ১৬ নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল ইসলাম আমিনের পক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে কাপাসগোলা, টুপিওয়ালা পাড়া, মুকবুল সওদাগর লেইনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, বিশেষ অতিথি ছিলেন কাপাসগোলা ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমান, মুজিব ইমরান বিপ্লব, শাহাজান হামিদী, মেহেদী হাসান, মোহাম্মদ এরশাদ, আরিফুর রহমান মাসুদ, মুজিবুর রহমান রাসেল, সাহেদ আলী, মোহাম্মদ রুবেল, কাউয়ুম শরীফ, ফরহাদুর রহমান ফয়সাল, নেওয়াজ শরীফ অমি, ইসহাক খান তম্ময়, প্রবন দাস গুপ্ত পাপ্পু, মিজানুর রহমান ইরফান, মোহাম্মদ কিরণ, সাকিবুল ইসলাম, সাহেদুল আজম শান্ত, সাদিকুর জাহান মিরাজ, হাবিবুর রহমান রিয়াজ, সাহেদুল আজম শান্ত, প্রমুখ।
বিএনপি নেতা কাজী বেলাল উদ্দীন : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীনের ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকার তার বাস ভবন থেকে ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের হতদরিদ্র ও নেতাকর্মীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তা উল্লাহ চৌধুরী, মোহাম্মদ আসলাম, এম এ মতিন, শহীদুল আলম খসরু, তারেক রশিদ, এস এম রব, সাহাব উদ্দীন হাসান বাবু, মোহাম্মদ হাসান, মোতালেব সওদাগর, এইচ.এম আজাদ, মোহাম্মদ টুটুল, জাকির হোসেন সরল, কামাল উদ্দীন, মোহাম্মদ রফিক, আবুল বশর, নাজিমুদ্দিন, পলাশ প্রমুখ।
হাজী কালামিয়া ফাউন্ডেশন : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকার ৫ শতাধিক হত-দরিদ্র পরিবারে হাজী কালা মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু। উদ্বোধক ছিলেন শাখাওয়াত হোসেন শিবলী। জহির উদ্দিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাব আলী, সেলিম উদ্দিন, নুর মোহাম্মদ, জমির উদ্দিন সোহেল, আসহাব উদ্দিন, রফিক, ইয়াছিন, নেছার, এরশাদ, মফিজ উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম নাগরিক কমিটি : চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন স্থানে পাঁচশত রোজাদার ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ইফতারীর আগে নগরীর লালখান বাজার মোড়, টাইগারপাস মোড় ও দেওয়ানহাট মোড়ে আরশেদুল আলম বাচ্চু রান্না করা ইফতারি খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, শওগত আলম, আশেকুন নবী, এম হাসান আলী, সাইদুর রহমান শাকিল, সৈয়দ আনিসুর রহমান, সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ।
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড: জামাল খান ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ও মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর গাউসিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলম। অতিথি ছিলেন নোমান আল মাহমুদ, এড. সাজ্জাদ শরীফ রাসেল, মো. ইসা, মো. বেলাল, সাইফুল আলম বাপ্পি, হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন কাজি মিটুৃ, গোলাম মোস্থফা, আবু জাফর, রিয়াদ আরেফিন চৌধুরী, নাহিদ চৌধুরী মাহমুদ, আব্দুল হাকিম, আকবর হোসেন, তবারকুর রহমান রানা, নওশাদ রহমান, জসিম মঞ্জু প্রমুখ।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির হতদরিদ্র ৪৫০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় শহরের শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সহায়তা বিতরণকালে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন এবং ১ লিটার সয়াবিন তেল।
পটিয়া গাউছিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড মাঝের ঘাটা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। পৌরসভার মাঝের ঘাটা মসজিদ সংলগ্ন মাঝে এ সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান পরবর্তী এলাকায় ঘরে ঘরে গিয়ে গাউছিয়া কমিটির সদস্যরা সেহেরী ও ইফতার সামগ্রীগুলো পৌঁছে দেন।
এ উপলক্ষে আয়োজিত সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গাউছিয়া কমিটি মাঝের ঘাটা ৪নং ওয়ার্ড শাখার সভাপতি মো: ইফতেখার করিম সিরাজী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরফাতুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ।
কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন: করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫’শ জন চালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম লালদীঘির পাড় কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি শাহজাহান চৌধুরী রুবেল এসব ত্রাণ বিতরণ করেন। প্রতি প্যাকেট ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, সেমাই, চিনি ও আলু। ত্রাণ সামগ্রী প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম.এ.এম সেলিম, সহ-সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক ইব্রাহিম টিপু, খলিলুর রহমান, আজগর আলী, শাহ আজিজ, আবদুল আলিম, সিরাজুল ইসলাম, শ্যামল মজুমদার, কামাল আহাম্মদ, আনিসুর রহমান, শওকত আলী প্রমূখ।
প্রকৌশলী জ্যোতির্ময় ধর : চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সামাজিক দূরত্ব বাজায় রেখে অর্ধশত কর্মহীন নারী-পুরুষ শ্রমিকদের মাঝে ১০ দিনের খ্যাদ্য সহায়তার উপহার সামগ্রী দেয়া হয়েছে। শ্রমিকদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর থলে তুলে দেয়া হয়। করোনাযোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রধান নারীনেত্রী বাপ্পী দেব বর্মনের যৌথ উদ্যোগে শ্রমিকদের এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের আওতাধীন সাবেরিয়া সহ আশে পাশের বিভিন্ন পাড়া মহল্লায় কর্মহীন, অসহায়, দুস্থ, দরিদ্র ও বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার মানুষের মাঝে ১ হাজার প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি চউক বোর্ড সদস্য এম.আর.আজিম, আলমগীর চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ, মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, সাজ্জাদ হোসেন, সাঈদ রহিম, একরামুল হক রাসেল, কবির আহমেদ, তুষার ধর, সাব্বির শাকির, হাজী মুহাম্মদ মহসিন কলেজ সোয়াইবুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
খাগড়াছড়িতে জেলা পরিষদ : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে হতদরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী বিতরণ করেত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গুইমারা মডেল অডিটরিয়াম ভবন ও মানিকছড়ি স্কুল মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ইফতার সামগ্রী খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারা ও মানিকছড়ি উপজেলার মোট ১১ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরন কালে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মেমং মারমা, জুয়েল ত্রিপুরা ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা ইউপি সদস্য চাইথোয়াই চৌধুরী, রেদাক মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ্‌ শাহ্‌ দরবার : রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ্‌ শাহ্‌ দরবার শরীফের তাসাউফ নির্ভর সামাজিক সংগঠন আঞ্জুমানে শায়দা-এ মুস্তফা বাংলাদেশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা শাহজাদা সৈয়্যদ মোস্তফা কাউছার নঈমী ও সাজ্জাদানশীন পীর সৈয়্যদ আবু নওশাদ নঈমী আশরাফীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহজাদা সৈয়্যদ মোরশেদ নঈমী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম আত্তারী, মুনিরুদ্দুজা নঈমী, শেখ মুহাম্মদ তারেকুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম হোসাঈন, মুহাম্মদ ঈমাম হোসাঈন নঈমী, নাছির উদ্দীন সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে সিভিল সার্জনের পুষ্টিকর খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধকমান্ডার সাহাবউদ্দিন স্মরণে দোয়া মাহফিল আজ