করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনে চরম সংকটে পড়েছে সাধারণ মানুষ। আয় রোজগারের পথ বন্ধ তাদের। অপরদিকে চলছে, সিয়াম সাধনার মাস রমজান। এ অবস্থায় ইফতার ও উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। একইসঙ্গে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর উপহার : সাতকানিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬শ প্যাকেট উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল চাল, ছোলা, মসুর ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্য তেল ও চিড়া।
বিতরণ কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, পৌর মেয়র মো. জোবায়ের, মো. সেলিম উদ্দীন, রূপকুমার নন্দী খোকন, আ স ম ইদ্রিচ, চেয়ারম্যানদের মধ্যে মনির আহমদ, এএইচএম হানিফ, নজরুল ইসলাম মানিক, মো. রিদুয়ান উদ্দীন, মো. আলী, মো. আয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু যুব পরিষদ : নগরীতে বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ষোলশহর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল বশরের ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। বক্তব্য দেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, সাইফুল ইসলাম, খোকন চন্দ্র তাঁতী, সনদ বড়ুয়া, আজিজ উদ্দিন, দিদারুল আলম আকাশ, ইঞ্জিনিয়ার তৈয়বুল ইসলাম রাজীব, মো. মুছা, আরিফুল ইসলাম মাসুম, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ রবি, খোরশেদ আলম বাপ্পী, হাসানুর রহমান, মো. রুবেল, সাইফুল মন্নান শিমুল, উৎপল দাশ, শহীদুল আলম টিপু, আমিনুল হক সোহাগ, ফরহাদ হোসেন রাজা, আফতাব উদ্দিন, মো. শহীদুল ইসলাম শহীদ, হেলাল উদ্দিন, তারিকুল ইসলাম, জসিম উদ্দিন, শামসুল আলম রুবেল প্রমুখ।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি : গাউসুল আযম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল্-হাসানী মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি এক কিলোমিটার শাখা। গত ২৫ এপ্রিল রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার সংগঠন কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর লায়ন এসএম আশরাফুল আলম। সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সৈয়দ কাবেদুর রহমান কচি, এসএম জেড খসরু, মোরশেদ উল করিম চৌধুরী, আহাছানুল কবির রিটন। সমন্বয়ক ছিলেন রেজাউল করিম রুবেল। এতে মোট ১৭০ জনের হাতে ইফতার সামগ্রী তুলে দেন আয়োজকরা।
মহানগর শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বিকেলে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বখতেয়ার উদ্দিন খান। পরিচালনায় ছিলেন মো. দিদারুল আলম।
বক্তব্য দেন মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মো. নুরুল আলম, উত্তর জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক রিমন মুহুরী, বায়েজিদ থানা সহ সভাপতি শাহ মোবারক হোসেন, ফয়সাল ইকবাল, মহিউদ্দিন মহিম, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, দেবাশীষ চৌধুরী দেবু, আজগর আলী তালুকদার, ইসকান্দর বিটু, আলী হিরু, সেলিম খান, সুমন খান, রুপন দাশ, মো. সুমন, ডবলমুরিং শাখার সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর প্রমুখ।
বাঁশখালী উপজেলা পরিষদ : বাঁশখালী প্রতিনিধি জানান, গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ১৭০টি অসহায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাঁশখালী ইউএনও সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী।
বাগীশিক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গতকাল বিকেলে আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি ডাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ।
প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ। উপস্থিত ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, প্রিতম চৌধুরী, তপন কান্তি ধর, লায়ন মীননাথ ধর মিলন, শম্ভু দাশ, সন্তোষ কুমার নন্দী, ঝুন্টু চৌধুরী, ডা. কথক দাশ, পলাশ কান্তি নাথ রণী, এস প্রকাশ পাল, সুমন সেন, সজীব দত্ত সৌরভ, রাশু কান্তি বিশ্বাস, যীশু সেন, মোহন চৌধুরী, লিটন দে, চন্দন দেবনাথ, উত্তর জেলা সংসদ সভাপতি অমৃত লাল দে, ফেনী জেলা সংসদ সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার প্রমুখ।
জে কে ফাউন্ডেশন : শতাধিক অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে জে কে ফাউন্ডেশন। বিতরণ কার্যক্রমে সহায়তা করেন পিয়াস আইচ। প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম তাওসীফ। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হৃদয় চক্রবর্তী, রাহাত কাজী, হামীম তোহা, মো. হৃদয়, ওমর ফারুক সকাল, রাকিব মুস্তাকিম, সৌরভ পাল, হামিম আল আবির, আব্দুল কাইয়ুম, আমমার ইবনে হোসাইন প্রমুখ।
সীতাকুণ্ডের সোনাইছড়ি : আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল সীতাকুণ্ডের সোনাইছড়িতে সাড়ে ৬শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস। এ সময় উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাহাবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফ আলী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সহ-সভাপতি এস এম নুর উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনু আক্তার, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক খতিজা বেগম প্রমুখ।
আনোয়ারা : আমাদের আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার ১১ ইউনিয়নের ১৫০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার আনোয়ারা সদর ইউনিয়নের আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, মোক্তার আহমেদ, লিটন সিকদার, আওয়ামী লীগ নেতা তাপস চৌধুরী, বিশ্বজিৎ বিকাশ দত্ত।
বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে করোনাকালীন সংকটে পতেঙ্গার অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় গতকাল রোববার পতেঙ্গায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ঘাঁটি প্রশাসনিক শাখার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মিজানুর রহমান, উইং কমান্ডার হাবিবুর রহমান, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি।
আলোড়ন সংগঠন : পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেকান্দর আজম, ইলিয়াছ, ইউসুফ, মনজুর, সভাপতি জাসেদ হোসেন, দিদারুল আলম, জাসেদুল আলম, আলাউদ্দিন, বেলাল, ইব্রাহিম, পারভেজ, রাহাত প্রমুখ। সংগঠনের জাসেদ হোসেন জানান, সোমবার ২৪০ প্যাকেট উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। পুরো রমজান মাসব্যাপী আমাদের কার্যক্রম চলমান থাকবে।
সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় এবং ছিন্নমুলদের সেহরি বিতরণ করেছে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ। দশম রমজান থেকে তারা এই কার্যক্রম চালু করে। মাসব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রুবেল। সেহরি বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী, সহ-সভাপতি ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, শুভ চক্রবর্তী, আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্র্রাহীম, শোয়েব হাসান শুভ, আরিফুর রহমান, মিরাদুল আলম, ওসমান গনি, আইনুল ইসলাম সোহাগ, সৈকত চৌধুরী, রিংকু চার্লস ফিনি, আশরাফুল সায়েম, আসিফ মাহমুদ, মাহমুদুল ইসলাম সাব্বির, আবু বকর নয়ন, শিহাব বিন করিম, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, রাশেদ রানা রাফি, আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, রাজ কুমার দে, তামীম এহসান, নাজমুল আলম আশিক, ফাহিম আসহাব, আল মাহতাব সানভী, ওমর ফারুক, অভি মিত্র প্রমুখ।
গাউসিয়া কমিটি বিনাজুরী ইউনিয়ন শাখা : রাউজান প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬নং বিনাজুরী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি এস এম ফারুক, প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান। মুহাম্মদ সাহেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. শামসুল আলম, মো. মোরশেদ হোসাইন, রাশেদুল আলম, তাওহীদুল ইসলাম, মো. মহিউল ইসলাম, মো. দিহান, মো. ফাহিম, মো. ইব্রাহিম রাফি, গোলাম মো. রাকিব ও মো. ওসমান, মো. পারভেজ সওদাগর, মো. শওকত আকবর, মো. জাবেদ, মো. আলি মঞ্জু, মো. আবু মোরশেদ মিয়াজি, মো. ইউসুফ মো. ফরহাদ, মো. মানিক ও মো. মেহেরাজ প্রমুখ।
মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : মহিউদ্দিন চৌধুরী ফউন্ডেশনের উদ্যোগে গত সোমবার নগরীর চান্দগাঁও ও মোহরা ওয়ার্ডে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে উপস্থিত খেটে খাওয়া, পথ-চলতি, কর্মজীবী দুস্থ ও অসহায় রোজাদারগনের হাতে প্যাকেটজাত ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, ইকবাল হোসেন, তারেক, আবদুল করিম মামুন ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন : মহামারি করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও অনলাইন সাংবাদিকদের ভালোবাসার খাম উপহার দিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল। গত ২৫ এপ্রিল নগরীর দিদার মার্কেটস্থ সিএন্ডবি কলোনী উচ্চ বিদ্যালয়ের মাঠে নগরীর বিভিন্ন স্থানের ১০০ জন ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও অনলাইন সাংবাদিকদের হাতে খামগুলো তুলে দেন।
আবদুর রহমান ফাউন্ডেশন : আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ এপ্রিল চকবাজার কাপাসগোলা মুকবুল সওদাগর লেইনে পবিত্র মাহে রমজান উপলক্ষেঅসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মুহাম্মদ সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন আনসারুল হক, আমিনুল হক রমজু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, চসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, এ কে এম আনিসুজ্জামান, ক আবুল খায়ের বাচ্চু, মনজুরুল আনোয়ার মান্নান, মুজিব ইমরান বিপ্লব, শহিদুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম আমিন, শাহাজান হামিদী, সজল মিয়া, মেহেদী হাসান, আরিফুল ইসলাম সুমন, আরিফুর রহমান মাসুদ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, মোহাম্মদ রুবেল, সাহেদ আলী, নেওয়াজ শরীফ অমি, ফরহাদুর রহমান ফয়সাল, পবন দাসগুপ্ত পাপ্পু, মিজানুর রহমান ইরফান, সাদিকুর জাহান মিরাজ, ইসহাক খান তন্ময়, হাবিবুর রহমান রিয়াজ, সাহদুল আজম শান্ত প্রমুখ।
রোটারী ক্লাব অব চিটাগাং মিডসিটি : রোটারী ক্লাব অব চিটাগাং মিডসিটির উদ্যোগে গত ২৬ এপ্রিল নগরীর কাজিরদেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় দফায় গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, রোটারীয়ান হাবিব মহিউদ্দিন, খুরশিদুর রহমান, মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আহমেদ, শওকত উল্লাহ সোহেল, আব্দুল হান্নান, জহির আহমেদ রাজু, লিপি ধর প্রমুখ।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হত-দরিদ্র ১২০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুর উদ্দীন প্রমুখ।