বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিভিন্ন বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া মডেল হাইস্কুল : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, উপবৃত্তি, প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের রর প্রথম দিনে বিনামূল্যে বই পৌঁছে দেওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অর্জন। এখন সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার চাহিদা তৈরি হয়েছে।

গ্রামের একজন ভূমিহীন বা দিনমজুরও সন্তানের লেখাপড়ার ব্যাপারে তৎপর থাকে। তারাও চান সন্তান ভালো করে লেখাপড়া শিখুক। সম্প্রতি সাতকানিয়া মডেল হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. ইদ্রিচ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, শামীমা আকতার, পৌর যুবলীগের সভাপতি আনিসুর রহমান, যুবলীগ নেতা কাইসার হামিদ অভি, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. ইদ্রিস, যুগ্ম আহ্বায়ক মো. এমরান, কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।

বোয়ালখালী গাউছিয়া হক ভান্ডারী মাদরাসা : বোয়ালখালী পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের গাউছিয়া হক ভান্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদরাসার-২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল মাদরাসার হল রুমে মাওলানা গিয়াসউদ্দিন আলকাদেরীর সভাপতিত্বে ও মাওলানা আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল করিম নুরু। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন, নুরুল আলম, মো. ইউসুফ, নজরুল ইসলাম সোহেল, মো. আরমান প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জহুরুল ইসলাম বলেন, তোমরা শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছো, এরপর কলেজে পদার্পন করবে। একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ, আগামিতে তোমাদেরকেই এদেশে নেতৃত্ব দিতে হবে। মনে রাখবে তোমাদের উপর তোমাদের মা-বাবার অনেক স্বপ্ন রয়েছে। সুতরাং তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, ভালো মানুষ হতে হবে এবং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বারদোনা এসএমএমএ বারী বালিকা বিদ্যালয় : বারদোনা এসএমএমএ বারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক এস.এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার জাফর আহমদ, তরুণ লেখক ও গবেষক মুসাদ্দিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য আমিনুর রহমান, মঞ্জুর মোর্শেদ কবির, বাকী বিল্লা শিবলী, শিক্ষকবৃন্দ প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের প্রধান অতিথির পক্ষ থেকে তরুণ লেখক মুসাদ্দিকুল ইসলামের লেখা ‘শাটলতান’ বই উপহার দেওয়া হয়।

অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ : শ্রী অরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টিত হয়েছে। শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠের মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের বর্তমান কমিটির সভাপতি প্রকৌশলী হৃষিকেশ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমি পাল, অভিভাবক সদস্য মফিজুর রহমান, শিবু প্রসাদ দাশ ও সহকারি প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ প্রমুখ।

বিদ্যালয়ে শিক্ষক রূপক কান্তি বসুর সঞ্চালনায় সভায় আলোচনা প্রদীপ কুমার কর, সুনীল কান্তি নন্দী, এস এম কামরুল হাসান, রূপ্না দত্ত, পরীক্ষার্থী ত্রয়ী চেীধুরী, প্রত্যাশা চৌধুরী, প্রাচী চৌধুরী, শিক্ষার্থী স্নেহাশ্রী চৌধুরী ও দীপা চক্রবর্তী। উপস্থিত ছিলেন রীনা ভৌমিক, বিউটি নাথ, জাহেদা বেগম, ফৌজিয়া খান প্রমুখ। বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষিকা সংগীতা চৌধুরীর পরিচালনায় পবিত্র ধর্মপ্রন্থ পাঠ ও গান, কবিতায় অংশগ্রহণ করে ছাত্রী পায়েল ঘোষ, অর্পণা মিত্র, স্নেহাশ্রী চৌধুরী, অর্পিতা মিত্র, সুপ্রিয়া নাথ, অন্বেষা চৌধুরী, শ্রীজা দাশ, মোহনা দাশ, বৈশাখী আচার্য্য, অপর্না চক্রবর্তী ও পূর্ণতা আচার্য্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালিয়াখালের ভাঙনে বিলীন হতে যাচ্ছে চলাচলের রাস্তা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড