বিভিন্ন বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় : সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয়ে অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য নাজমুল হক নজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনছুর চৌধুরী। অনুষ্ঠান শুরুর আগে সকাল ৯ টায় খতমে কুরআনের আয়োজন করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি, সফলতা, প্রতিষ্ঠাতা পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়।
কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহাফিল গতকাল দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং আকামুদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ফারুকী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, আতাউর রহমান খোকন, মোহাম্মদ সোহরাব মিন্টু, মোহাম্মদ ইউনুচ মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং পরীক্ষা সামগ্রী বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সহ সভাপতি মো. ইদ্রিছ, সাধারণ সম্পাদক মো. আলমগীর পারভেজ, পরিচালক আলাউদ্দিন আলম এবং এমদাদুল আজিজ চৌধুরী। পরীক্ষা সামগ্রী বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিন।
বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত নগরির সর্দার বাহাদুর নগর, ঝাউতলা, খুলশিতে অবস্থিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের উদ্যোগে গতকাল স্কুল চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় এসএসসি কলেজের এসএসসি ও এসএসসি ভোকেশনাল ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বুধবার ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু। উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মতিউর রহমান, গভর্নি বডির সদস্য মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি এনাম ও মুহাম্মদ আজিজুল হক চৌধুরী, মুহাম্মদ নুরুল আমিন। বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুল ইসলাম, প্রভাষক মুহাম্মদ নুরুল ইসলাম পারভেজ প্রমুখ।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল : হাটহাজারী পৌরসভার অন্তর্গত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দিন রেজা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মিলন চন্দ্র নাথ, আওয়ামী লীগ নেতা মো. সোলেমান সওদাগর, মাওলানা রফিকুল ইসলাম, সোলায়মান চৌধুরী, স ন এনাম, মো. মহিউদ্দিন, মুশফিকুর রহমান, সেকান্দর তুহিন ও মো. সালাউদ্দিন।
পলোগ্রাউন্ড উচ্চ বিদ্যালয় : পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানে আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু সোলাইমান, মো. শফি, এস এম কামরুল ইসলাম, মো. ইলিয়াছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, শিক্ষানুরাগী সদস্য এ এম মাইনুদ্দিন, আবুল হাসেম, নুরুল আবসার।
কাট্টলী সিটি কর্পো’ বালিকা বিদ্যালয় : কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষাথীর্দের বিদায় সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন চসিক শিক্ষা ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আবু সুফিয়ান, শংকর দাশ রবিন,নুপুর দে, শিক্ষক আশীষ বরণ সরকার, প্রভাষক নুরুল আফছার, নাজমুল হাসান, লিটন দেব। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইশরাত জাহান সুবর্ণা, শষীরানী শীল, ঐশি ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন অর্নেষা চৌধুরী।