বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বিভিন্ন বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অপর্ণা চরণ বালিকা বিদ্যালয় : চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আজকের বিদায় অনুষ্ঠানে মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। তিনি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জন নয় বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আর্দশ। তিনি নিজেকে আলোকিত ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। গতকাল বুধবার সকালে অপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম, নাজমুল হক ডিউক, নীলু নাগ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, স্কুল কমিটির সদস্য ওমর আলী ফয়সল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম। সভাপতির বক্তব্যে শহীদুল আলম বলেন, লক্ষ্য যদি স্থির থাকে তবে সাফল্য নিশ্চিত। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওযার আহবান জানান এবং শিক্ষাজীবনে তাদের সফলতা কামনা করেন।
কদম মোবারক উচ্চ বিদ্যালয় : কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিকের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও চসিক স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ ও কামরুন্নাহার সুমী। বক্তব্য রাখেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঋষিরাজ দাশগুপ্ত, পরীক্ষার্থী প্রান্ত দাশ, শিক্ষকবৃন্দের পক্ষে আমিমা ছিদ্দীকা, উৎপলা দে ও সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। উপস্থাপনা করেন শিক্ষক মাহমুদুল করিম। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক এ এস এম আব্দুল মালেক। প্রেস বিজ্ঞপ্তি।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন মোড়লের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সেবিকা মুখার্জির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গাজী এম শফিউল আজিম। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. এমরান হোসেন, মাওলানা সাইফুল আলম, লায়ন আর কে মুহুরী, পুতুল রাণী নাথ, মো. কামরুল ইসলাম প্রমুখ।
গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ: চন্দনাইশ প্রতিনিধি জানান, গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল বুধবার প্রতিষ্ঠান মিলনাতনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল হক সিরাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, অধ্যক্ষ আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মহসিন। শিক্ষক সুবর্ণা বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক উজ্জ্বল চক্রবর্তী, মো. ইরফান, মো. শাহাদাৎ হোসেন, শিক্ষার্থী বীথি দাশ, আরিফুল ইসলাম। শিউলী রানী রক্ষিত প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কে. এম. ওসমান গণী। বক্তারা ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জল করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সাতকানিয়া শেরেবাংলা উচ্চ বিদ্যালয় : সাতকানিয়া শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে নানা গণমুখী কার্যক্রমের ফলে বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। বিশেষ করে, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে এখন সমৃদ্ধির পথে বাংলাদেশ। স্কুলে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসাদ্দেকুর রহমান আজাদ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাপস কান্তি দত্ত, নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক সজল কান্তি দাস, কামাল উদ্দিন, মোহাম্মদ আরিফ, আবু সালেহ শান, এম পারভেজ, নির্ঝর বড়ুয়া জয়, সঞ্জিত কর, আহাদুল ইসলাম জাবেদ প্রমুখ।
উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল বুধবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন তালুকদার। প্রধান বক্তা ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শাহ আলম, অভিভাবক সদস্য মীর গোলাম মোস্তফা বাবুল, উপাধাক্ষ্য কামাল উদ্দিন, শিক্ষক শান্তনু বিশ্বাস, খোরশেদ আলম, ফজলুল কাদের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচ্যালেঞ্জের বাজেট : আশায় বসতি
পরবর্তী নিবন্ধমো. মহিউদ্দিন চৌধুরী