ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় : সাতকানিয়া উপজেলাস্থ ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ৭ এপ্রিল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মনির আহমেদের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের আহ্বায়ক মুহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় নব গঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দীন, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, স্কুলের প্রতিষ্ঠাতা মুন্সি আজিজুর রহমানের সন্তান আবু ইউসুফ, দাতা সদস্য ও প্রাক্তন পরিষদের উপদেষ্টা ফরিদুল ইসলাম সিদ্দিকী, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ্ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা রবিউল হাসান খোকন, প্রাক্তন পরিষদের উপদেষ্টা আজিজুল হক, মোরশেদুল আলম, কেঁওচিয়ার প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, ছদাহা ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সদস্য সচিব মুজিবুর রহমান, সদস্য আলমগীর সাকিব, মো. হারুন, ডাক্তার জাহেদ হোসেন প্রমুখ।
দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় : দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ৮ এপ্রিল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডা. নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মিল্কী, সমাজসেবক হানিফ মোল্লাসহ স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। শেষে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসদরস্থ পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান গত মঙ্গলবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী মো. আবদুল মোমেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য এসএম মুছা, কলিম উদ্দীন, আমির হোসেন, মো. ফারুক, উপাধ্যক্ষ মো. আবদুল গণি, শিক্ষক খালেদা পারভীন মৌসুমী, শহীদুল ইসলাম, খাঁন মোহাম্মদ সোলাইমান, সৈয়দ মিনহাজুল আবেদীন, নাজিফা তাসনীম আনিকা, মুক্তা আকতার, ওয়ারিসা জান্নাত জিসা, নয়ন কর্মকার, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, আজিজুল হাকিম পারভেজ, সুরাইয়াতুল সালমা মীম, মো. জাহিন, ফাহাদ, তানভীর, জান্নাতুল নাঈমা ইলা, কনা, মুমতাক মোহাম্মদ আলভী, আলিফ উদ্দীন, ইলা প্রমুখ। শেষে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
গহিরা বহুমুখী উচ্চ বিদ্যালয় : রাউজান প্রতিনিধি জানান,রাউজানের গহিরা আব্দুল জাব্বার ইয়ংমেন সোসাইটি মুখ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাবিবুল হক। বিশেষ অতিথি ছিলেন আহম্মেদ সোয়েকাণো চৌধুরী, আবু হানি চৌধুরী চম্পা, মোজাম্মেল হক চৌধুরী, শিক্ষক পিংকু সেন, মোহাম্মদ সালাউদ্দিন। শিক্ষক রুবেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুপ্রিয়া রানী দেবী,বিকাশ কুমার দে, ফাতেমা সুলতানা, নিগার সুলতানা,রাজু ভট্টাচার্য, সুনন্দা বড়ুয়া, মোহাম্মদ ফজলুল হক, শ্যামলী বিশ্বাস, মৌলানা ইয়াকুব করিম, রাজু ধর, আলিফ জাহান ভূঁইয়া, সুপর্ণা সেন, সাদিয়া সুলতানা, মোহাম্মদ নঈম উদ্দিন, কামাল উদ্দিন, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ইকবাল হোসেন সিকদার, সাহেদুল আলম, মাওলানা রাশেদ মিয়া, মোহাম্মদ মোবারক উল্লাহ খান, মুজিবুদৌলা চৌধুরী, অন্বেষা বড়ুয়া প্রমুখ। শেষে ফজলুল কাদের চৌধুরী ফাউন্ডেশনে পক্ষ হতে বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।