মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাঁশখালী ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা : বাঁশখালী প্রতিনিধি জানান, মিনজিরীতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিনজিরীতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, আবু বক্কর বাবুল, প্রবাসী মো. হারুন, মোহাম্মদ হাসান, এম হারুনুর রশিদ, কলিমুর রশিদ, মাওলানা সৈয়দুল আলম, আনোয়ারুল হক প্রমুখ।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ২০১৯-২০ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রসংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মো. খালেদ মাহমুদ। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সূজাউদ্দিন। বাবলা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, অধ্যক্ষ মাহনুর তাসনিম, ইকবাল হোসেন, শামসুদ্দোহা সিকদার আরজু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, মোরশেদ তালুকদার, কাউন্সিলর ওমর ফারুক, বিদায়ী শিক্ষার্থী ইমাম হোসেন হৃদয় প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পলোগ্রাউন্ড স্কুল : নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১১ নভেম্বর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে খতমে কোরআনের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন এস এম কামরুল ইসলাম, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের সদস্য শফিউল ইসলাম সিদ্দিকী, কদম মোবারক সিটি করপোরেশনের স্কুলের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, কদম মোবারক এমওয়াই স্কুলের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, শাহ ওয়ালী উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক মো. সোলেমান, বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আলম, বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ জেলার সহসভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সমাজসেবক ফয়সাল চৌধুরী, শিক্ষক মেছবাহুল হক, মীর মো. আবদুল মোন্এম, কাঞ্চন কান্তি মহাজন সীমা ভট্টাচার্য প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক রফরফে নূর সিদ্দিকা, এসএম বোরহানউদ্দিন, শিপ্রা চৌধুরী, রাকিবুল হোসেন, সুমাইয়া আক্তার জাহান প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
সফিয়া-মমতাজুল হক উচ্চ বিদ্যালয় : সাতকানিয়াস্থ গাটিয়াডেঙ্গা সফিয়া-মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবুল বশর আবু। শিক্ষক হাসান ইমাম সাইফুর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, হাবিবুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার নুরুল আলম ফারুকী, জনপ্রতিনিধি এএসএম টুন্টু মেম্বার, মহিলা মেম্বার ফরিদা ইয়াছমিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এড. মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
দলইনগর উচ্চ বিদ্যালয় : গত ১২ নভেম্বর রাউজান গহিরা দলইনগর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু নন্দির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর পারভেজ। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষাবিদ প্রিয়তোষ শীল, অভিভাবক সদস্য দিদারুল আলম জাহেদী, স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার বাশি, শিক্ষক প্রতিনিধি মো. আবু তাহেরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।