চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও নতুন কোর্সের উদ্বোধন গতকাল সোমবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।
প্রধান অতিথি বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স জীবনকে করে তোলে বৈচিত্র্যময় ও স্বাচ্ছন্দ্যময়। যুগের সাথে তাল মিলিয়ে ছাত্রজীবন থেকেই চেষ্টা করা উচিত নতুন কিছু শেখার। এর মাধ্যমে ছাত্রজীবন শেষ হতে হতেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে হওয়া যায় আত্মনির্ভরশীল। তেমনি স্কিল ডেভেলপমেন্ট হিসেবে মোটর ড্রাইভিং স্কুল চট্টগ্রাম জেলা পরিষদ সুযোগ করে দিচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে ।বর্তমানে জীবনযাত্রার মানের সাথে চাকরির ধরণেও পরিবর্তন এসেছে। শুধু সময়ের সাথে আপডেট করতে হবে নিজেকে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে।কর্মক্ষম জনশক্তি সৃষ্টি করতে জেলা পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। নিজেকে সময়ের উপযোগী হতে হবে। মনোযোগী হয়ে প্রশিক্ষণ নিবেন। উল্লেখ্য, ৮ টি ব্যাচে মোট ১৬০ জন প্রশিক্ষণার্থীকে হাটহাজারী রোডের নতুনপাড়া বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, বিআরটিসির ট্রেইনিং ইনচার্জ মোহাম্মদ জমির উদ্দিন, উচ্চমান সহকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।