এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশন : এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে আকবরশাহ, হালিশহর, রাউজান, সীতাকুণ্ড, বাঁশখালীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন জহুর, দপ্তর সম্পাদক কানিজ ফাতেমা, মুরাদ উদ্দিন চৌধুরী, টুনটু দাশ বিজয়, মো. ইলিয়াস মিয়া, রবি হোসেন, সজল দে, মো. রিফাত হোসাইন, মো. সেলিম, মো. ওসমানসহ চট্টগ্রামের অসংখ্য বন্ধু। বক্তরা বলেন, ফাউন্ডেশন অতীতে চট্টগ্রামে বহু মানবিক কাজ পরিচলনা করেছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও সমগ্র বাংলাদেশে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে যাচ্ছে এসএসসি ৯৫ ও এইচসসি ৯৭ ফাউন্ডেশন।
রাঙ্গুনিয়া এনএনকে ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, এবার রাঙ্গুনিয়ার সহস্রাধিক রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হয়। এরআগে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে নৌকার মাঝি, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, ছিন্নমূল পথচারীসহ দশ সহস্রাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছিল। এবার বিভিন্ন বাজার ঘুরে ঘুরে রিক্সা শ্রমিকদের মাঝেও একইভাবে শীতবস্ত্র দেয়া হয়েছে। গতকাল সকাল থেকে উপজেলার শান্তিরহাট, গোচরা, গোডাউন, ইছাখালী, রোয়াজারহাট, লিচুবাগানসহ বিভিন্ন স্টেশনের রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোয়াজারহাটে রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, এনামুল হক, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, শৈবাল চক্রবর্তী, মো. তৈয়ব প্রমুখ। শীতবস্ত্র পেয়ে তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান রিক্সা চালকরা।
এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, শীতের শুরু থেকেই তথ্যমন্ত্রীর পক্ষ থেকে উনার পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষদের চিহ্নিত করে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
দেবব্রত–শর্মী ট্রাস্ট : দেবব্রত–শর্মী ট্রাস্টের উদ্যোগে সীতাকুণ্ডস্থ জঙ্গল সলিমপুর কেন্দ্রীয় বুদ্ধ জাদী বিহার এবং বঙ্গবন্ধু ফরেস্ট মেডিটেশন কমপ্লেক্সে সমাজের সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জঙ্গল সলিমপুর কেন্দ্রীয় বুদ্ধ জাদী বিহার এবং বঙ্গবন্ধু ফরেস্ট মেডিটেশন কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত বিদর্শনাচার্য এস. শাসনবংশ মহাথের, দেবব্রত–শর্মী ট্রাস্টের প্রধান উপদেষ্টা সুশীল বড়ুয়া, সংগঠনের মহাসচিব সুপম বড়ুয়া, প্রণব বড়ুয়া, তুহিন চৌধুরী, কনক বড়ুয়া ও দিলু মিয়া প্রমুখ।
চেইঞ্জ মেকারস ফাউন্ডেশন : স্বেচ্ছাসেবী সংগঠন চেইঞ্জ মেকারস ফাউন্ডেশনের উদ্যোগে প্রজেক্ট শীতের সহৃদয় শিরোনামে চারদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মোহাম্মদ তাহমিদ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তাজ–ঈ–নুল আজিম নিশানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফারহান, মালিহা, ইশরা, হিনা, সানজিমা, প্রিয়ম, তাসনুভা, ইরফান, রিদম, শাওন, আরিয়ান, সামির, ফাইজা, ইলহাম, ইমাদ, তাহিয়া, নীল, মুমতাহিনা, পঞ্চমী, সৌম্মদীপ, জিহাদুল, আতিক, জাওয়ারী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রথম দিন অক্সিজেন থেকে ও পায়ে হেঁটে মুরাদপুর এবং পরিশেষে ষোলশহর রেল স্টেশন পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করেন।
পূর্বা : পূর্বা’র বিশ বছর পূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম দিনে দুই শতাধিক শীতবস্ত্র চট্টেশ্বরী মোড়, ধোপাপাড়া, ব্যাটারি গলি, ববি দাশ কলোনি, কাজির দেউড়ি, বৌরাগী পাহাড় সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে পৌছে দেয়া হয়েছে। পূর্বা’র কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, স্থপতি ইন্সটিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান আশিক ইমরান, সাবেক চসিক কাউন্সিলর আবিদা আজাদ, প্রাবন্ধিক খন রঞ্জন রায়, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, স্বেচ্ছাসেবা সম্বন্বয়ক মুনারাত জাহান মুহসী, নাজবীন সুলতানা জেবীন, খোদেজা বেগম রীনা, মো. ইব্রাহিম খলিল, রিতা বড়ুয়া সহ পূর্বা’র কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।