বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৮ পূর্বাহ্ণ

আলোর ঠিকানা : সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানার উদ্যোগে শীতার্ত মানুষকে উষ্ণতার চাদরে ঢেকে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার কর্ণেল হাটের একটি কমিউনিটি সেন্টারে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের কম সৌভাগ্যবান মানুষের পাশে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো উচিত। চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক মনোয়ারউল আলম চৌধুরী নোবেলের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঋত্বিক নয়ন, মক্কা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমির হোসেন, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইউনুস, সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন, আমিন মো. সাইফুল, সাইফুর রহমান রাজু, জিয়া উদ্দিন লুভন, ফয়সাল মাকসুদ, মো. ইলিয়াছ, মো. সিরাজুল ইসলাম লিটন, আরিফ, রনি, আজাদ, ফারুক, গোলাম রাব্বানী রাফি, আকবর, ইমরান, বাবু, আকবর, শাহাদাত প্রমুখ।

ওয়াসিকা আয়শা খান এমপি : শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে কম্বল উপহার দেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ডে ২০০০ কম্বল বিতরণ করেন। এ সময় তিনি ‘জাতীয় সম্পদ অপচয় রোধ করি, আবাদি জমির সদ্ব্যবহার করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ লেখা একটা বার্তা পৌঁছে দেন সবার হাতে হাতে।

রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর ইউনিয়ন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন দুস্থ অসহায় শীতার্তকে ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় লোকমান চেয়ারম্যান মাঠে শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিক এসব কম্বল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরিয়মনগর ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের সদস্য এমরান হোসেন, মোহাম্মদ শাহ, মহি উদ্দিন, সেলিম আব্দুল্লাহ, মো. বেলাল, মো. হেলাল, ইউসুফ আলী, আজিম উল্লাহ, মো. বাহাদুর, মো. মুন্না, মো. ইউনুছ, আলী আহাম্মদ, মো. শওকত, রতন, মো. ফখরুল, মো. আনোয়ার, মো. সেলিম, মো. খোকন, মো. গিয়াস, মো. নজরুল, মো. মানিক, মো. শওকত, শাহাদাত হোসেন, মো. জাঈদ, মো. মাসুক, মো. হায়দার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মানবিক এই কাজে সহায়তাকারী সকল বন্ধুদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার আফজল সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পৌরসভা যুবলীগের আহবায়ক মনচুর আলী ফয়সাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বাদল দাশ, সৌরভ মজুমদার, সানি দাশ, আমিনুল ইসলাম, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম আবদুল প্রমুখ। এসময় বক্তারা সমাজের শীতার্তদের পাশে দাঁড়াতে সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।

কুতুবদিয়া মানবাধিকার বাস্তবায়ন সংস্থা : মহেশখালী প্রতিনিধি জানায়,

কুতুবদিয়ার ৫৫টি স্কুলমাদরাসার গরীবমেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এ উপলক্ষে শনিবার কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর। উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মাসিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসফাক আলম চৌধুরী খালেদ, আল ফারুক মাদরাসার সুপার মোরশেদুল মান্নান, বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক লিটন কুতুবী, কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম..মান্নান ও কৃষকলীগের সভাপতি কাইচার সিকদার।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাকিম মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশের মতবিনিময়
পরবর্তী নিবন্ধকুরআন-সুন্নাহর আলোকে নির্দেশনা দেয়া আলেম সমাজের দায়িত্ব