বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেন।
আরএফপি চট্টগ্রাম চ্যাপ্টার : আন্তঃধর্মীয় সহাবস্থান, পরিবেশ সচেতনতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্রি প্লা্যন্টিং ফর পিস বা শন্তির জন্য চারা রোপণ কর্মসূচি। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় চট্টগ্রাম পিস সামিটের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার পূর্ব আমুচিয়ায় গত সোমাবার আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ, কবি বিশ্বজিৎ বড়ুয়া, সাংবাদিক ফারুক তাহের, প্রফেসর মো. জসিম উদ্দিন, রেভারেন্ট কাঞ্চন বড়ুয়া, মুক্তা চক্রবর্তী এবং এলি রানী বড়ুয়া।
চারা রোপণ কার্যক্রমে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও সোনালু ফুলের চারা স্থানীয় উপাসনালয়গুলোর প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একটি মসজিদের আঙিনায় চারা রোপণের জন্য স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন এবং একটি মন্দিরের প্রাঙ্গণে রোপণের জন্য মন্দিরের পুরোহিত চারা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব আমুচিয়া সার্বজনীন আর্য্য মৈত্রেয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শরণপাল ভিক্ষু, বিহার পরিচালনার কমিটির সভাপতি নয়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া এবং সুজন বড়ুয়া, দুলাল বড়ুয়া, নিপুল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর ড. মাছুম আহমেদ বলেন, আমরা গাছ লাগাচ্ছি, শুধু অক্সিজেনের জন্য নয়, এই গাছ হবে ভালোবাসা আর শান্তির প্রতীক। পরিবেশ সুরক্ষা এবং আন্তধর্মীয় সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। এর মাধ্যমে শুধু গাছ নয়, সমাজে শান্তি ও সহাবস্থানের বীজও রোপিত হলো।
নিসর্গ : এনসিসি নিসর্গ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি গত ২৯ জুলাই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জাতীয় সংকটের প্রেক্ষাপটে উদ্যোগটি পেয়েছে ভিন্ন মাত্রা। সৈয়দ হাসান উদ্দৌল্লাহর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের অধ্যক্ষ রুনু মজুমদার। বক্তারা বলেন, প্রাণ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ প্রাঙ্গণে রোপণ করা হয় আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেরা, হরীতকী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩২টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জুলাই পুন জাগরনের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। সেই সাথে কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা।