বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ

গন্ডামারায় শ্রমিক হত্যা

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাসদ চট্টগ্রাম জেলা : বাঁশখালিতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন-ভাতা এবং রোজায় অফিসের সময় পুনঃনির্ধারণের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি বর্ষণ ও পাঁচজন শ্রমিককে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা। গতকাল রোববার বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য নুরুলহুদা নিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্‌মী অবরোধ।
সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে অসহায়ত্ব-অস্থিরতা আর প্রাতিষ্ঠানিক খাতের কর্মরত শ্রমিকেরা প্রাপ্ত মজুরি দিয়ে স্বাস্থ্য সুরক্ষা ব্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্ধিত ব্যয়ের কষাঘাতে যন্ত্রণার মধ্যে জীবন-যাপন করছে। এসময় বাঁশখালীতে যখন শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বিক্ষোভ করছিল তখন তাদের দাবিকে কর্ণপাত না করে উল্টো এই শ্রমিকদের উপর পুলিশ দিয়ে হামলা করা হয় এবং গুলি চালিয়ে নির্মমভাবে ৫ জন শ্রমিককে হত্যা ও অর্ধশতাধিক শ্রমিক সেখানে গুরুতরভাবে আহত করা হয়। অবিলম্বে এই শ্রমিকদের নামে সকল মামলা প্রত্যহার করে তাদের সকল দাবি মেনে নিতে হবে। নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসার সকল ভার বহন করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা : বাঁশখালীতে এস আলম কোম্পানির কয়লা বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্লান্টের বকেয়া বেতন-ভাতাসহ ৪ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক হত্যার প্রতিবাদে গতকাল রোববার বিকাল ৫টায় চেরাগি পাহাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা। বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি শ্যামল লোধ, সহকারী সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির, টুটন দাশ, বিপ্লব দাশ, জুয়েল বড়ুয়া, মিঠুন বিশ্বাস, রবি শংকর সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতসহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবি
পরবর্তী নিবন্ধঅলিগলিতে আড্ডারতদের সতর্ক