পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর : পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের উদ্যোগে খতিব ঈমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণী সভা কাউন্সিলর অফিস মিলনায়তনে পুলক খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলামিস্ট রাজনীতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী। বক্তব্য রাখেন, হাফেজ মওলানা মো: ইউসুফ, হাফেজ মওলানা নুর মোহাম্মদ, মৌলানা কাজী মোহম্মদ আলী। সভা সঞ্চালনা করেন সাজু মহাজন।
পটিয়া ফিরোজা–রউফ ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার মেহেরআটিতে গ্রামবাসীকে সুপেয় পানির সহায়তায় ৬টি গভীর নলকূপের চাবি হস্তান্তর, একজন মেডিকেল শিক্ষার্থীকে ২ লাখ টাকার শিক্ষা সহায়তা প্রদান এবং স্থানীয় রিক্সা চালকদের মাঝে ঈদবস্ত্র দিয়েছেন ফিরোজা রউফ ফাউন্ডেশন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মেহেরআটি হজরত নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ।
ফিরোজা রউফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি ও শিক্ষানুরাগী জামাল ছাত্তার মিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কুমুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম। ইউপি সদস্য নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চৌধুরী, মৃনাল বড়ুয়া, হাজী বদরুল হক, ডা: আহমদ নুর, কে এম ফাউজিয়া কুলসুম লুবনা, মাহমুদুল হক, রবিউল আলী, আতাউর রহমান কাউসার, জামাল উদ্দিন, শফিউল আলম মন্জু, সিরাজুল ইসলাম চৌধুরী, শাহাবুদ্দিন, মোঃ নুরুল হাকিম, আব্বাস উদ্দিন প্রমূখ। এতে প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, মেহেরআটির তথা এলাকার সামগ্রিক উন্নয়নে শিল্পপতি জামাল ছাত্তার মিয়ার ভূমিকা প্রশংসনীয়। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, রাস্তঘাট ও শিক্ষার মাধ্যমে আলোকিত মেহেরআটি গড়ার স্বপ্ন দেখছেন। যা ভোগবাদী সমাজ ব্যবস্থায় বিরল দৃষ্টান্ত। বাংলার প্রতিটি গ্রামে একজন করে জামাল ছাত্তার মিয়া থাকলে আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষ গুলো বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন : স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল প্রাঙ্গনে নগরীর ৩টি এতিমখানার অর্ধশত বাচ্চাদের মাঝে ঈদ উপহার ও ইফতার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ ইলিয়াস এবং শিক্ষক মোঃ ইফতেখার মনির। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, কেন্দ্রীয় সদস্য ও শাখার সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব, ঈদগাঁও শাখার সমন্বয়ক মোঃ শহীদুল ইসলাম, কুতুবদিয়া শাখার আহবায়ক ইমতিয়াজ জিল্লু, সদস্য মোঃ আমজাদ, মোঃ আসিফ, মোঃ আরিয়ান, ফোরকান মোস্তফা প্রমুখ।
দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার সকল মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও দোহাজারী পৌরসভা মেয়র মোঃ লোকমান হাকিমের ব্যক্তিগত অর্থায়নে গত শুক্রবার বিকেলে দোহাজারীর একটি কমিউনিটি সেন্টারে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় দোহাজারী পৌরসভা মেয়র মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহাজারী সদর শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, দোহাজারী পৌরসভার কাউন্সিলর মোঃ শাহ আলম, মোঃ ইদ্রিস মিয়া, এস এম পহর উদ্দিন, দোহাজারী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ সোলায়মান, জামিজুরী আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সৈয়দ নেজামী, মাওলানা খায়রুল বশর হক্কানী প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ২শতাধিক খতিব, ঈমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার পাঞ্জাবী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
যুবলীগ : পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের পক্ষ থেকে উত্তর জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু ছৈয়দ রেহানের সার্বিক তত্ত্বাবধানে ৩০০ জন অসহায় গরিব মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর আকবর শাহ এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান, উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওসমান চৌধুরী, মহানগর যুবলীগের যুব সংগঠক মাজহারুল হক নোমান, যুবনেতা মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোঃ শাহেদুল আলম সাহেদ, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক, সাইফুল ইসলাম রনি, ছাত্রনেতা শামীম হামিদ, সাব্বির, শিহাব, সৈকত আল আমিন, কাউছার সুমন প্রমুখ।
নগরীর বড়পুল : নগরীর বড়পুল রাজমুকুট কমিউনিটি সেন্টারে ১৭নং রোড (হিউম্যান হলার) ড্রাইভার ও শ্রমিকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন লিটন মটরসের ব্যবস্থাপনা পরিচালক খালেদুজ্জামান ও এনায়েতুর রহমান। ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বলেন, ‘শ্রমিক ও ড্রাইভার ভাইদের ঈদ ভালো কাটলে আমাদের ঈদ ভালো কাটবে।’ উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব জিয়া উদ্দিন শরিফ মিজান, কার্যকরী সভাপতি রায়হান উল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সুমন, ব্যাসিক সংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদক এবং মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ, আয়োজনে অনুপম গুহ টিটু, শাফায়েত ইসলাম রিফাত, মো. সোহাগ, নয়ন কান্তি দাশ, রুপম কান্তি দাশ, মো. আমজাদ প্রমুখ।