বিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর অর্থায়নে পটিয়ায় ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদরে ১০ হাজার অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর পুত্র ও পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুনের উদ্যোগে এ ঈদ উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাংগঠনিক সম্পাদক এজাজ চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

চাঁদের হাট : সাতকানিয়া পুরানগড় ইউনিয়নে চাঁদের হাট কার্যালয়ে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে চাঁদের হাট চট্টগ্রাম জেলা। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ফজলে রব মুরাদের সভাপতিত্বে এবং চাঁদেরহাট পুরানগড় শাখার সভাপতি বাবু দুদুল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক মো. নুরুল আমিন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদের হাট চট্টগ্রাম জেলা কমিটির সহদপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, জিয়াদ উদ্দিন, কামরুল হাসান।

অনুষ্ঠানে নুরুল আমিন বলেন, আসুন আমরা সবাই এগিয়ে আসি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে। সমাজের সব বিত্তবান ব্যক্তি বছরের বিভিন্ন সময় নানা দিবসে দুস্থ, অসহায় শিশুদের পাশে দাঁড়ালে কমে যাবে ধনীগরিবের বৈষম্য। অনুষ্ঠানে মোট ৮০ জন শিশুর মাঝে ঈদবস্ত্র তুলে দেয়া হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ৫ম বারের মতো এবারও নগরীর লিলি কমিউনিটি সেন্টারে শুক্রবার (৫ এপ্রিল) ঈদের উপহার দিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব২০২৪ উদযাপন আয়োজক কমিটি। ৩৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ৩৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির রানা ও বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক এস মাসুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। প্রধান বক্তা ছিলেন চসিক প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, প্রধান আলোচক ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া উপ কমিটির সদস্য নুরুল আজিম রনি, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, বরকত উল্লাহ, মো. সগির, সালাউদ্দিন বাদশা, তাহমিনা আক্তার, মিজানুর রহমান মিজান, মো. রাশেদ, ইদ্রিস, মহিউদ্দিন কবির, ইমন, নাইম, মানিক, শেখ জাহেদসহ প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ : দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক শাফায়েত রাকিবের ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হামজা। সঞ্চালনা করেন ৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিউল করিম সাজিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ সাইমন হাসান,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরনবী, প্রচার সম্পাদক তৌহিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শান্ত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুরুপ শীল, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য দিরারুল আলম, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইমা আকতার। সদস্য সাইমন, সেলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সাকিব, নিশাদ, রাব্বি প্রমুখ।

বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতি : পতেঙ্গা হালিশহর অঞ্চলের নিম্ন আয়ের নারীপুরুষের মাঝে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ সভাপতি গাজী আবুল হোসেন। সভা পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মালেক ফারুকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু বক্কর, সহ সভাপতি হাজী মহিবুল্লাহ সওদাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. খোকন, যুগ্ম সম্পাদক বেলাল কন্ট্রাক্টর, সুমন, প্রচার সম্পাদক রুহুল আমিন, মমতাজ, পান সিদ্দিক, মওদুত জাফর, সাইফুল প্রমুখ।

হিউম্যান এইড পতেঙ্গা : হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৫ এপ্রিল) দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও পতেঙ্গা যুব ঐক্য পরিষদের সভাপতি মোঃ ওয়াহিদ হাসান, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, প্রবীণ রাজনীতিবিদ ও পশ্চিম মাইজপাড়া মহল্লা সমাজের সাধারণ সম্পাদক মোঃ নাছির আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহীন চৌধুরী, হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা হাজী মোঃ এরশাদ আলী, ৪০নং ওয়ার্ড সচিব মোঃ নেজাম, ৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাজিউল করিম সাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। হিউম্যান এইড পতেঙ্গার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও হিউম্যান এইড পতেঙ্গার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন অনিকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র সিন্ডিকেটবৃন্দ, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে হিউম্যান এইড পতেঙ্গার উপদেষ্টা মোঃ ওয়াহিদ হাসানের সহযোগিতায় পতেঙ্গা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছের সাথে রড বোঝাই ট্রাকের ধাক্কা