বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ইফতার মাহফিল ও ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজানে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
চুয়েট শিক্ষক সমিতি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। সঞ্চালনা করেন প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফুর রহমান। এতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।

চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন : নগরীর নেভি কনভেনশন সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাদ জোহর খতমে কোরআন ও বাদ আসর মিলাদ মাহফিল পরবর্তী এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দেশবাসীর জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জুলাই বিপ্লবে শহীদদের সম্মানে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফারহাদ উদ্দীন সোহাগ। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব মো. শফিউল আজম খানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফারুক আলম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছার।

শাহ আমানত সাংগঠনিক ওয়ার্ড জামায়াত : ৩২ নম্বর আন্দরকিল্লা প্রশাসনিক ওয়ার্ড শাহ আমানত সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, প্রাচুর্য ও দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মহান আল্লাহ কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে মহান আল্লাহর দেওয়া সম্পদ কী কাজে ব্যয় করছে। আল্লাহর শোকর কতটুকু আদায় করছে। সম্পদের জাকাত ঠিকমতো দিচ্ছে কি না, অভাবীর অভাব মোচনে সচেষ্ট হচ্ছে কি না। আবার কাউকে কাউকে দরিদ্রতা দিয়ে দেখেন যে সে তার দরিদ্রতার ওপর ধৈর্য ধরতে পারছে কি না, আল্লাহর সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কি না। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি আ.ন.ম জোবায়ের, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গণি, নায়েবে আমীর শামসুল হক সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর নুরুল হক।
বিলোনীয়া কাস্টমস এজেন্টস এসোসিয়েশন : গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্টমার্টিনে বিলোনীয়া কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের ১০ম বার্ষিক সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো: ইকবাল হোসেন সুমন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সুমন, এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, জামাল উদ্দিন বাবলু, আবেদ সাইফুল কালাম, খসরুল আলম আকন, শরিফুল ইসলাম ও আব্দুল মান্নান পাটোয়ারী। জাহাঙ্গীর আলম এর প্রস্তাবনায় ও মোফাজ্জল হোসেন মাহফুজ এর সমর্থনে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া কে নিবার্চন কমিশনের প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নিবার্চন কমিশন গঠন করা হয়। নিবার্চন কমিশনদের শপথ পাঠ করান ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী। কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টা বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ উল্লাহ হাজারী খোকন, মোঃ সারাফত উল্যাহ্ (শিপন), এড. এমরান উদ্দিন স্বপন, এনামুল কবির বাচ্চু ও জাকির হোসেন চৌধুরী। বার্ষিক সাধারণ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ–পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোঃ আবুল বাশার, সহকারী পরিচালক শাকিলা সারমিন ও শ্রম কর্মকর্তা মোঃ গোলাম সহিদ সরোয়ার প্রমূখ।

চবি এমবিএ এসোসিয়েশন : নগরীর একটি কনভেনশন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশনের খতমে কোরআন, দোয়া মাহফিল ও কৃতী সন্তানদের কে সংবর্ধনা ২০২৫ দেওয়া হয়। এ সময় সাবেক চবিয়ানদের কৃতি সন্তান যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রাইজবন্ড দেওয়া হয়। মোহাম্মদ মাঈন উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে করেন আবু সাঈদ চৌধুরীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর নসরুল কাদের এই সময় তিনি বলেন – অনুষ্ঠানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে। এছাড়াও এই সংগঠন বিভিন্ন সমাজ সেবাইও অবদান রাখছে। আয়োজন কে ধন্যবাদ জানায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহামেদ সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আ ন ম ওয়াজেদ আলী, ইসি মেম্বার ওবায়দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক মোতাছেম বিল্লাহ, হাসান মাহমুদ, আসাদ জামান, এডভোকেট তসলিমুল আলম প্রমুখ। সাবেক চবিয়ানদের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে ইফতার মাহফিল ও চট্টগ্রাম ঐতিহাসিক মেজবান। এক কথায় এটি যেন মিলন মেলায় পরিণত হয়।

খাগড়াছড়ি জেলা জামায়াত : বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, রমজানের শিক্ষা তাকওয়া ভিত্তিক সমাজ গঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। খাগড়াছড়ি জেলা শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতর বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

আইআইইউসি : আইআইইউসি ইসলামিক ডায়ালগ– এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মাঠে আয়োজিত হলো প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ–ইফতার। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. আলি আজাদী। উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্টার সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দরা। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম উক্ত আলোচনা সভা ও গণ ইফতারে গাজওয়াতুল হিন্দের ওপর প্রাধান্য দিয়ে বলেন সময় পাল্টিয়েছে গাজওয়াতুল হিন্দ অতি নিকটে অবস্থান করছে, ফ্যাসিস্টের সময় আর এখন নেই। এখন সময় ইসলামের। উক্ত প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা ও গণ–ইফতারে প্রায় ৩০০০ শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এতে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের জন্য ছিলো আকর্ষণীয় গিফট।

কুয়েত ফাহাহিল গাউসিয়া কমিটি : গাউসিয়া কমিটি বাংলাদেশ (কুয়েত) ফাহাহিল শাখার উদ্যোগে ফাহাহিল সিটি ঠাক্কারা সেমিনার হলে মাহে রমজান ও পবিত্র ঐতিহাসিক বদর দিবসের আলোচনা, ইফতার মাহফিল বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নিজামের সভাপতিত্বে গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়। মুহাম্মদ রহিম উদ্দীন ও মুহাম্মদ দিদারের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসাবে অনলাইনে বাংলাদেশ হতে বক্তব্য রাখেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর আলম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ কামরুল হাসান আল কাদেরী। বিশেষ আলোচক ও অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সোহাগ, গাউসিয়া কমিটি ফাহাহিল শাখার সহ সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন লেদু, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ মুজিব, মুহাম্মদ শফি, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ সম্রাট, আনসুর জাবেদ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ সোহেল মুহাম্মদ আকবর, মুহাম্মদ আলিফ প্রমুখ।

শ্রমিক কল্যাণ ফেডারেশন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, পরিবহন সেক্টরে একদল চাঁদাবাজ পালিয়ে গেছে। তাদের শূন্যস্থানে আরেকদল মানুষ চাঁদাবাজি শুরু করেছে। চাঁদাবাজদের দৌরত্মে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষরা জিম্মি হয়ে পড়েছে। তিনি গত রবিবার চট্টগ্রামের একটি মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিবহন শ্রমিক ফেডারেশনের মহানগর সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকবারশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সিএনজি অটো রিকশা শাখার সভাপতি বসির আহমদ, শ্রমিকনেতা আব্দুল কাদের ও দেলোয়ার হোসেন প্রমুখ।

পেকুয়া উপজেলা সমিতি : পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (মার্চ) জামালখান চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক মো. আখতার কামাল, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুহাম্মদ মুজাহিদুর রহমান, জিএমসি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, চমেক হাসপাতালের রিউমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুর রাজ্জাক, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসাইন, ড. আ ন ম মাশরুর হোসাইন, চবি অধ্যাপক কাইছার কবির, আজীবন সদস্য সাহাব উদ্দিন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দিন জাফরী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ এইচএম ফজলুল কাদের, মাহফুজুল হক, সাইফুল ইসলাম, মা ও শিশু হাসপালের সহযোগী অধ্যাপক ডা. কামাল হোসেন, ডা. আতিকুর রহমান, মুজিবুল হক মিয়াজী প্রমুখ।

কর্ণফুলী ইসলামী ফ্রন্ট : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্ণফুলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দায়িত্বশীলদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল গত ৮ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমন্বিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুছা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিসবাহ উদ্দিন কাজেমি, মোহাম্মদ মনজুরুল আলম মনজুর, প্রভাষক মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, বশির আহমদ চৌধুরী, মোহাম্মদ আবদুল করিম, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ নুর মিন্টু।

সামাজিক সংগঠন মায়াফুল : চট্টগ্রামে সামাজিক সংগঠন মায়াফুলের ভলান্টিয়ার ওরিয়েন্টেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) নগরীর একটি রেস্তোরাঁয় এ ওরিয়েন্টেশন ও মাহফিল অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে মাসব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা বিতরণের কার্যক্রম নিয়ে প্রস্তুতি নিতে এ আয়োজন করে সংগঠনটি। মায়াফুলের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে ও সুজন চৌধুরীর সঞ্চালনায় অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রায় শতাধিক সেচ্ছাসেবকদের কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– আবু তাহের চৌধুরী, আফরোজা সুলতানা পূর্নিমা, মুনিরা তানসি, বেলাল উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, আবু নোমান আসিফ, হাবিবুর রহমান, তাজুল ইসলাম, সাজ্জাদ চৌধুরী, মাশফিকা জাহান, ওমর আহমেদ, তন্দ্রা চৌধুরী, আয়েশা সিদ্দিকা, আরমিন, আকাশ দে, জুবায়েরসহ সংগঠনের সদস্যবৃন্দ।











