বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দুস্থ মানবতার কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং ইফতার মাহফিল গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইএমই ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মো. এমরানুল হক। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিএনএ : বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিল গতকাল বিকেলে আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, অধ্যাপক মইনুল ইসলাম, চবির মেরিন সায়েন্স ইউনিস্টিটিউটের অধ্যাপক, পরিচালক এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিন ড. শফিকুল ইসলাম, সামুদ্রিক মৎস দপ্তর চট্টগ্রামের পরিচালক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রমুখ। বিএনএ প্রকাশক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

সিএনজি শ্রমিক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি অঞ্চলের ইফতার মাহফিল গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেখক আ জ ম ওবায়েদুল্লাহ। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শ্রমিক নেতা মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মো. বশির আহমদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি আবু তাহের খান, অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফুর রহমান, প্রকৌশলী মাহবুবুল আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম, আবদুল মোতালেব, হারুন হাওলাদার, জাহাঙ্গীর মুহুরী, আমান উল্লাহ, আবদুল মতিন, একরাম, সোলায়মান, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রতন মিয়া, মজনু মিয়া, শামসুদ্দিন প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড যুবদল : ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন, জাফর সাদেক সোহেল চৌধুরী, আব্দুল আউয়াল টিপু, ইউনুস মুন্না, মোহাম্মদ মিল্টন, মো. দেলোয়ার হোসেন, জাহিদ হাসান, আবু হানিফ, মো. বাদশা আলঙ্গীর, জহিরুল ইসলাম, মো. মানিক, মো. নুর হোসেন, মো. জাবেদ, ইসমাইল সরকার, মো. মোশাররফ, মো. শাহাজান, মো. সাইদুল, মো. শরিফুল ইসলাম, মো. শরিফ, মো. নাঈম, মো. করিম, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, ছাত্রদল নেতা নুর ইসলাম, সফিকুল ইসলাম স্বপন, মো. লিমন, মো. নিহাল, মো. মিসকাত, মো. তানজিম প্রমুখ।
বোয়ালখালী ইসলামী ফ্রন্ট : ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা বোয়লখালী উপজেলা শাখার যৌথ উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পৌরসভাস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ১৫ এপ্রিল ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সভাপতি স.ম এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনছুর দৌলতী। বোয়ালখালীর সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা নুর উদ্দীন। বক্তব্য রাখেন কাজী ওবাইদুল হক হক্কনী, মো. জসিম উদ্দিন তৈয়বী, এম জসিম উদ্দীন, এসএম ফকরুদ্দিন, অধ্যাপক সালাউদ্দিন, এসএম মমতাজুল ইসলাম চৌধুরী, রফিক সওদাগর, মো. সাইফুদ্দীন চৌধুরী, এডভোকেট শফিউল আলম খোকন, শেখ সালাউদ্দীন, স.ম আমানত উল্লাহ শেফু, শওকত হোসেন ফারুকী, কেএম শামসুল আলম, আবদুল্লাহ আল মামুন, এমএ মোমেন, এসকে জাহাঙ্গীর আলম, রোকন উদ্দীন, সেহরাব হোসেন, এনাম উদ্দীন, মো তৌহিদুল ইসলাম, জসিম উদ্দীন, তাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম ইমন, সাজ্জাদ হোসেন রানা, গিয়াস উদ্দিন প্রমুখ।

রাউজান ডাবুয়া নব দিগন্ত ক্লাব : পশ্চিম ডাবুয়া প্রবাসী ও নব দিগন্ত ক্লাবের প্রবাসী সদস্যদের উদ্যোগে ১৯ এপ্রিল দুবাই আবির একটি হলে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুহাম্মদ গোলাম মোস্তফা রুবেলের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠক ও মিডিয়া কর্মকর্তা এম মনছুর আলম, মুহাম্মদ নুরুল আলম, ব্যবসায়ী মুহাম্মদম নেজাম উদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তসলিম উদ্দিন, মুহাম্মদ ইকবাল হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ হোসেন।

আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদ : আহলে সুন্নাত যুব পরিষদ ও আহলে সুন্নাত ছাত্র পরিষদ আনোয়ারা ৪ নং বটতলী ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ১৮ এপ্রিল একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত যুব পরিষদ বটতলী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন আমজাদীর সভাপতিত্বে মুহাম্মদ আরিফ মঈন উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মুহাম্মদ ওমর আনোয়ার। প্রধান অতিথি ছিলেন মুনিরুল মোস্তফা গ্রুপ আনোয়ারা উপজেলার চেয়ারম্যান এইচ এম আব্দুল মান্নান। মেহেমানে আলা ছিলেন কাযী মাওলানা জিয়া উদ্দিন হাশেমী (মুজিআ)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি শায়ের মাওলানা এনামুল হক এনাম। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা আশেকুর রহমান আলকাদেরী, মাওলানা ইলিয়াস আজম নুরী, মাওলানা গোলাম হোসেন আলকাদেরী, মাওলানা আয়ুব খাঁন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন ৬ নং বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহাদাত হোসেন, হাজী ইমাম শপিং সেন্টারের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ জিয়াউল হক। বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ওসমান গনি।
উপস্থিত ছিলেন শায়ের মুহাম্মদ মোহসিন রেজা, মুহাম্মদ জাহেদুল হক মাইজভান্ডারী, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ মঈন উদ্দিন ছোটন, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ নোবেল মুহাম্মদ নঈম উদ্দিন, মুহাম্মদ সোহান, মুহাম্মদ মহিউদ্দিন আদিল, মুহাম্মদ মিহাদ সহ প্রমুখ।
প্রজন্ম সামাজিক ঐক্য পরিষদ : প্রজন্ম সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর চন্দনপুরায় কৃতী সংবর্ধনা ও ইফতার মাহফিল সভাপতি ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ লেখক আবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, সিএসসিআরের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, এলিট পেইন্ট গ্রুপের জিএম আবুল কালাম আজাদ, চবি অধ্যাপক ড. আদনান মান্নান।
সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মো. আব্বাস আলী খান জাবেদ, ডা. শওকত হোছাইন, ডা. মাহবুবা খানম, ডা. শাহনেওয়াজ আফরিন শাহীন, ওমর ফারুক, সাদেক হোসেন, মো. রিদুয়ান, মো. সাইদুল ইসলাম সেজিন প্রমুখ। উপস্থিত ছিলেন রেজাউল করিম, মো. শাহাদাত হোসেন সাহিল, জিয়া উদ্দিন বাবলু, মো. ইউসুফ আলী, মোশাররফ, বাহার, বোরহান, মান্নান, জাহেদ, রিপন, রিয়াদ, সাইফুল, আসিফ, তারেক প্রমুখ।
আনোয়ারা প্রেস ক্লাব : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল গত সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নুরুল আবচার তালুকদার ।প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মামুনুর রশিদ, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা ইদ্রীস আনসারী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, এরফান আলী, আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে খালেদ মনচুর, ইমরান হোসেন, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জুর, নেজাম উদ্দিন ও আমজাদ হোসেন।
চট্টগ্রামস্থ পরশুরামবাসী : চট্টগ্রামস্থ পরশুরামবাসীর ইফতার মাহফিল গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, চবি সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ওবায়দুল করিম, সিরাজ মিয়া খোন্দকার, চট্টগ্রাম বন্দরের প্রাক্তন সচিব সৈয়দ ফরহাদউদ্দিন আহমেদ প্রমুখ।
চট্টগ্রাম আইন কলেজ ২০১৮-১৯ ব্যাচ: চট্টগ্রাম আইন কলেজ ২০১৮-১৯ ব্যাচের উদ্যোগে গতকাল বুধবার নগরীর জিইসির একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট বদরুল হুদা মামুন ও অধ্যাপক ব্যারিস্টার মোস্তাক আহমেদ। এছাড়া এলএলবি ২০১৮-১৯ ব্যাচের অনেক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। শেষে রমজানের তাৎপর্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা, দোয়া ও মেনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ মুহাম্মদ শওকত হোসেন।












