বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চক্ষু শিবিরের নামে প্রতারণা

রামগড়ে দুই ভুয়া চিকিৎসক আটক

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রামগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চক্ষু শিবিরের নামে প্রতারণার দায়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চক্ষু শিবির পরিচালনায় ব্যবহৃত যত্রাংশ জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে রামগড় পৌরসভার সদুকার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া চক্ষু শিবির থেকে তাদের আটক করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল (৪২) ও তার সহযোগী মো. উজ্জল খান (৪২)। সোহেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে, উজ্জল খান নেত্রকোনা জেলা সদরের মালনী গ্রামের বাসিন্ধা মো. রমজান খানের ছেলে।

জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বিভিন্ন স্কুলমাদ্রাসায় চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এর আগে ক্যাম্প এলাকায় ব্যাপক প্রচারপ্রচারণা চালান তারা। প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও বিশেষজ্ঞ পদবীও ব্যবহার করেন। এছাড়া অনুমতিবিহীন চক্ষু শিবির পরিচালনা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সকল হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে এক লাখ করে দুই লাখ টাকা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গি পালানো বিচ্ছিন্ন ঘটনা : আইজিপি
পরবর্তী নিবন্ধশিল্পপতি সামশুল আলমের ইন্তেকাল