বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের মাঝে বস্ত্র বিতরণ

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে সহসভাপতি আবুল বশর আবুর সহযোগিতায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্রশিক্ষকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, সমাজের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা কোনো চাপানো বিষয় নয়, বরং এটি মানুষের অন্তর্নিহিত গুণ যা সঠিক পরিবেশ ও চর্চার মাধ্যমে বিকশিত হয় এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে সাহায্য করে। কাজী মুহাম্মদ শিহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সিএমপির কোতোয়ালি জোনের সাবেক এসি মুহাম্মদ মাহফুজুর রহমান, নুরুল আলম ফারুকী, সাংবাদিক শাহনেওয়াজ, আবদুল্লাহ আল মারুফ, মুহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, মুহাম্মদ এরশাদুল হক, অধ্যক্ষ হাফেয মুহাম্মদ ইব্রাহীম সিদ্দিকী, এম সোলাইমান কাসেমী, আবু বক্কর মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক ফোরামের পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধপেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির বার্ষিক সাধারণ সভা