বিভিন্ন মণ্ডপে সাবেক সিটি মেয়র মনজুর আলমের ভোগ্যসামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনর সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপের জন্য ভোগ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এইচ এম ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপের প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট মনজুর আলম মন্দিরে আগত সকল ভক্তবৃন্দের জন্য এই রসদ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনর সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে মনজুর আলম সনাতনধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে তাঁদের ধর্মীয় বড় উৎসবের সার্বিক বিষয়ের খোঁজখবর নেন ও তাঁদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, উত্তর কাট্টলী কেন্দ্রীয় কালী বাড়ি রক্ষা সেবা সংঘের সভাপতি বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, উত্তর কাট্টলী পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক যামিনী দে, আকবর শাহ থানা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা চন্দন দত্ত, বিকাশ চন্দ্র দাস, দুলাল দাশ, স্বপন কুমার বেদ নাথ, ঝন্টু দাশ, রবি শংকর, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে রাবিপ্রবি অবদান রাখতে পারে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিষপানে যুবকের আত্মহত্যা