বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মাতে।
ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসা : ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ বলেছেন– শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। ওয়াছিয়া আহমদিয়া মাদরাসার উদ্যোগে গতকাল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মুনিরুল হাসান, মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব, মাওলানা আবুল হোসাইন, শওকত আলী, রমিজ উদ্দিন, শফিউল আলম, আবদুল বারী, আরমান শাহ, আবদুল করিম, মুহাম্মদ ইছমাইল, চেমন আরা বেগম, ফারজানা আকতার, আমিরুল ইসলাম প্রমুখ।

ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসা : নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন চট্টগ্রামের বহদ্দারহাট খাজা রোডস্থ কিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার কোমলমতি শিক্ষার্থী। গতকাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অত্র মাদরাসার ইংরেজি শিক্ষক মুহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে, নিজেকে গড়ার জন্যই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক বই পড়তে হবে। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ওবাইদুল করিম, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ মমতাজ মিয়া, মুহাম্মদ এনামুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে আমান উল্লাহ দৌলত বলেছেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ১০২ জন শিক্ষার্থী হাফেজ হওয়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্কুল, মাদরাসা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এটাই আমাদের বড় অর্জন। পরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শেষে দেশ ও দশের কল্যাণে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।









