বাকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় : বাকলিয়া মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব গত ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছমিন আকতার উৎসবের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষিকা খালেদা বেগম, ফৌজিয়া নাসরিন, নাছিমা আকতার, সোলতানা রাজিয়া, হামিদা ইয়াছমিন, জান্নাতুল ফেরদৌস, আনন্দী দাশ, চম্পা নাথ। নতুন বছরের নতুন বই পেয়ে বেশ খুশি ছাত্র–ছাত্রীরা।
রেইনবো মডেল স্কুল : নগরীর ৩৯নং ওয়ার্ডের বন্দর টিলাসস্থ রেইনবো মডেল স্কুলে গত ১ জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. মো. শাহেদ। উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মাওলানা কে.এম মাজহারুল হক,ডা. এমএম নাসির উদ্দিন, ক্বারী মাওলানা মো. আজহারুল ইসলাম। প্রধান শিক্ষক মো. নুর নবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা খালেদা বেগম, আইরিন পারভীন শিল্পী, মো. ইলিয়াস,ওবায়দুল হক, তানভীরুল, মো. ইউনুস আজম, জাকির হোসাইন, শান্তা ইসলাম, সাবিনা ইয়াসমিন, ফাতেমা আক্তার মিতু, আরজু আক্তার সোনিয়া সিকদার। স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা ইলিয়াস পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
শিলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় : কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ বুধবার সকাল ১০টার সময় শিলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, আনছার উদ্দিন, রেবেকা সুলতানা, ফরিদা ইয়াসমিন, শাহাদাত হোছাইন, মোরশেদ আলম, রৌশন আক্তার প্রীতি, জেবু নেছা, হাবিবা জন্নাত, জেসমিন আক্তার। অভিভাবকের মধ্যে উপস্থিত ছিলেন ডা: আবু তাহের, জাকের হোছাইন, সাইফুল ইসলাম, রাকিবুল হাসান, অফিস সহায়ক আবু ছাদেক প্রমুখ। এসময় প্রাক প্রাথমিক থেকে ৩য় শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন ছাত্র–ছাত্রীকে নতুন বই দেওয়া হয়।
অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় : গত ১ জানুয়ারি নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালে ৪র্থ ও ৫ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ব্যতিক্রম আয়োজনে বরণ ও বই বিতরণ ককরা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষিকা, গাইড ও রেডক্রিসেন্টের সদস্যরা নবীন শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও ফুল দিয়ে বছরের শুরুতে শুভেচ্ছা জানান এবং বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার স্মৃতিধন্য অপর্নচরণে তাদের স্বাগত জানানো হয়। অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ প্রত্যেক শিক্ষার্থীদেও হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন। সাথে ৬ষ্ঠ ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল সাংস্কৃতিক স্কোয়াড। অনুষ্ঠানে অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ– এটি কথায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানি, সিনিয়র শিক্ষক সর্মিষ্টা দত্ত, প্রভাষক পুরবী চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারি, সাহিদা রুবি, সিনিয়র শিক্ষক দীপনে চৌধুরী প্রমুখ।
গ্রিন বাড্স ইন্টারন্যাশনাল স্কুল : গ্রিন বার্ডস ইন্টারন্যাশনাল স্কুলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয় গত ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে প্রিন্সিপাল অর্পিতা নারগিসের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবসার মাহফুজ।
স্কুল কো–অর্ডিনেটর ফারজাহান চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষকা সাজেদা আকতার মলি, ফারিহা জাহান হৃদি, ইয়াসমিন খানম, ফাহমিদা জামান সুমি ও নাজমা ইয়াসমিন। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রিন্সিপাল ও অতিথিবৃন্দ।