বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার নতুন বছরে বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মাতে।

উত্তর কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় : উত্তর কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট কানিজ কাউছার চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মনজুরা বেগম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।

পেরেন্টস্‌ কেয়ার স্কুল : চকবাজারস্থ পেরেন্টস্‌ কেয়ার স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ ও নবীনবরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জোহরা আবজুন শিউলীর সভাপতিত্বে এতে স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন এডমিন ডা. এমএ ফজল, সিনিয়রমোস্ট শিক্ষিকা রেভা রাণী দাশ।

মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক আয়েশা আমান, আফিফা আমান, ফারজানা রহমান, নাজনীন আক্তার, এনামুল হক, শান্তা দাশ, নীলা ঘোষ, আনজুমান আরা, আনিসুল ইসলাম, আকবর উদ্দীন নাইম, ঊমা পাল, মো. জুনায়েদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে সরকারের বিনামূল্যে বই বিতরণের মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।

কোয়াড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় : কোয়াড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ্‌ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াছ খান।

বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ্‌ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাছির আহমেদ সোহেল ও আকবর শাহ্‌ থানা যুবদল নেতা সুমন বড়ুয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফাতেমা জেসমিন, মমতা দেবী।

পূর্ববর্তী নিবন্ধচবি আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট উপাচার্যকে হস্তান্তর
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মহাথের বরণোত্তর পুনর্মিলনী