বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল সন্ধ্যায় বারিক বিল্ডিং একতা গোষ্ঠী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। নেতৃবৃন্দ এই সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিএনপি নেতা খসরু বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। ছোটবেলা থেকে আমরা উৎসবমুখর পরিবেশে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতাম। এটা সর্বজনীন উৎসব। তিনি আরও বলেন– ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার উৎসব সবার। বিএনপি ধর্মকে নিয়ে রাজনীতি করে না , ধর্ম নিয়ে রাষ্ট্রে কোন বিভক্তি চায় না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা নুরুল আমিন, একতা গোষ্ঠী পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক রনি ধর, যুগ্ম সম্পাদক সত্যজিৎ দাস রাসেল, উদযাপন পরিষদ নেতা সুরজিৎ কর মুক্তি, কিশোর চৌধুরী,শিবপ্রসাদ চৌধুরী, শাওন চৌধুরী বিভাস সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে আমীর খসরু দক্ষিণ কাট্টলী হরি মন্দির ও কালী মন্দির শারদীয় দুর্গাপূজা উৎসব পরিদর্শন করেন। এ সময় তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবুল হাসেম, জেসমিন খানম, আবু জহুর, সাইফুল আলম, মোঃ শফিউল্লাহ, নূর সেলিম বাঙালি, পূজা উদযাপন পরিষদের নেতা সৈকত দাস, মিঠুন সরকার, সমরকান্তি দাস, প্রান্ত চৌধুরী, বাঁধন ধর, বিশু দাস, লিটন দাস, সুনীল দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।