মাইজভাণ্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হযরত গাউছুল আযম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও হযরত গাউছুল আযম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক.) খলিফাগণের দরবারের প্রতিনিধিদের সাথে বর্তমান প্রেক্ষাপটে তরিকতপন্থীদের জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আগত প্রতিনিধিগণ তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ বক্তব্য একে একে তুলে ধরেন। তিনি সকলের মতামত মনোযোগ সহকারে শুনেন। শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জি.ই.সি বনজোর রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহজাদা সৈয়দ শামুনুর রশিদ আমিরী, সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আমিরী, সৈয়দ মোশকিল কোশা আমিরী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ নাইমুল মোস্তফা আমিরী, সৈয়দ সায়েম উল্লাহ্ আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ দৌলতুজ্জামান আমিরী, সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, মুফতি বাকিবিল্লাহ আল আজহারী, শায়খ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ মোতাছিম বিল্লাহ্ (সম্পদ) সুলতানপুরী, সৈয়দ আবুল ফজল মোহাম্মদ মনছুর উল্লাহ্ সুলতানপুরী, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মুফতি আশেকুর রহমান হাফেজনগরী, মুফতি বোরহান উদ্দীন হাফেজনগরী, সৈয়দ জিয়াউল হোসাইন হাফেজনগরী, সৈয়দ নজির উদ্দীন রাজাপুরী, সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, সৈয়দ কুতুব উদ্দীন, সৈয়দ মাহমুদুল হাসান নূরনগরী, সৈয়দ আহমদ শাহ্, সৈয়দ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ ফতেপুরী, শাহজাদা ইরফান আহমদ নজু ভাণ্ডারী, সৈয়দ মিনহাজুল আবেদীন, সৈয়দ শাহীনুর আজিজ খিতাপচরী, শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী, সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল নইমী, সৈয়দ আবদে মোস্তফা তারেক, সৈয়দ এমদাদুল, মোহাম্মদ শাহাদাত আনোয়ার চৌধুরী, মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, সৈয়দ শামসুল আলম সানজারী, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, পরিচালক কাজী মোহাম্মদ শহিদুল্লাহ্, বাংলাদেশ সুপ্রিম পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাব উদ্দিন, খলিফা আব্দুল কুদ্দুছ মাইজভাণ্ডারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












