বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়ে হুইপ সামশুল হক চৌধুরী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পরিকল্পিত নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়ন প্রকল্প যথাযথ বাস্তবায়নে দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রেডিসন ব্লুতে বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) জালাল উদ্দিন, ক্রস বর্ডার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমরমীবাদের সহজতত্ত্ব ও রবীন্দ্রনাথের অরূপ সাধনা