হঠাৎ করেই সমন্বিত অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা। এতে একদিনেই গ্রেপ্তার হয় ৫২ জন আসামি। গত মঙ্গলবার রাতে বিশেষ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। চট্টগ্রামকে নিরাপদ রাখার স্বার্থে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফ জানিয়েছেন, ২৪ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ৬৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ৫২ জনের মধ্যে ২৫ জন পরোয়ানা মূলে, ১৭ জন মাদক মামলায়, ১ জন অস্ত্র মামলায়, ১ জন অন্যান্য মামলায় এবং পূর্বের মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।












