বিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

মোস্তফা-হাকিম কলেজ : উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে গতকাল বুধবার কলেজ চত্বরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মনজুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীন আলম টিপু, কেজি এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল আলম। অধ্যাপক কাজী মাহাবুবুর রহমান ও লায়লা নাজনীন রবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির প্রমুখ।

বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজ : বোয়ালখালী হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া আকতারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সাকিব, সহ-সভাপতি শওকত ওসমান, শাহাদাৎ হোসেন, মো. সাহেদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মানিক, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তৈয়ব, মো. শাহিন প্রমুখ। বিদায় অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, প্রয়োজনের খাতিরে আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো। কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো যেন অসমাপ্তই থেকে যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মৃত্যু হতে পারে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আইসক্রিম কারখানাকে জরিমানা