গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাসাস বিভিন্ন কর্মসূচির পালন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত নগরীর ২নং গেট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। বর্ণাঢ্য র্যালি শেষে নগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এই সময় উপস্থিত ছিলেন নগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়াউদ্দিন জিয়া, মহিন উদ্দিন মহিন, নজরুল ইসলাম তুহিন, মো: আবুল কালাম, মহিউদ্দিন জুয়েল, মোহাম্মদ তারেক, সেলিম ইকবাল, লায়ন আব্দুল মান্নান ভূঁইয়া, ফরিদুল আলম মিললাদ, জাহেদ কায়সার, কণ্ঠশিল্পী মেহেদী হাসান, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ জহির, মোঃ নাসির, আশরাফ হোসেন মুক্তার, মোহাম্মদ সায়েদ, নাহিদা আখতার নাজু, নাহিদা আলম, এস বি সুমি, পারু, নিগার সোহা, আব্দুল হান্নান শিবলি, সাইদুর রহমান মিন্টু, সাইদুল বিপলু, মেহেদী হাসান, রাজন, শওকত, রাসেল মোস্তফাফিজ, নোমান, রনিসহ বিভিন্ন থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












