বিভিন্ন উপজেলায় ৩০ টাকায় চাল বিক্রি শুরু

আজাদী ডেস্ক | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার থেকে খাদ্যবান্ধব কর্মসূচি এবং নিন্ম আয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানায়, উপজেলার চাতরী ও আনোয়ারা সদর ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএসের চাল বিতরণ করা হয়েছে। গতকাল ইছামতি ও আনোয়ারা কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন উপস্থিত থেকে এই চাল বিতরণের উদ্বোধন করেন। প্রতিজন উপকার ভোগীর মাঝে ৩০ টাকা দরে ৫ কেজি করে এই চাল বিতরণ করা হয়। দুই ইউনিয়নে চার টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওএমএস ডিলার এম নজরুল ইসলাম, মো. নাছির উদ্দিন, উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তাগণ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় সীতাকুণ্ডে ওএমএস (ওপেন মার্কেট সেইল) কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল পৌরসদরের ইদিলপুর ওয়ার্ডে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুন নাহার ঝর্ণা, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল থেকে খাদ্যশস্যের বাজার দর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় বাঁশখালীর পৌরসভার ৪টি পয়েন্টে খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) এবং সরল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারে খোলা বাজারে এ চাল প্রত্যেক উপকার ভোগীকে ৫ কেজি করে প্রতিকেজি ৩০ টাকা দরে চাল বিক্রয় কর্মসুচীর উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুাজ্জামান, উপজেলা মৎস্য সমপ্রসারন কর্মকর্তা মাজহারুল ইসলাম সম্রাট, দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাসহ ডিলার মাওলানা আক্তার হোছাইন উপস্থিত ছিলেন।
হাটহাজারীতে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, পৌরসভায় খোলা বাজারে ন্যায্যমূল্যে (ওএমএস) ও ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় আনুষ্ঠানিক চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল পৌরসদর ও ছিপাতলী ইউনিয়নের এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, খাদ্য অধিদপ্তরের প্রতিনিধিগন, ইউপি সদস্যবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার ও এম এস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ছাড়াও পৌরসভার সচিব বিপ্লব মুহুরী, পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বোয়ালখালী: বোয়ালখালী উপজেলায় নিন্মআয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তর কতৃক ওএমএস ডিলারদের মাধ্যমে খাদ্য শস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন এমরান, এস এম সেলিম, নুরুল আমিন চৌধুরী, জহুরুল ইসলাম জহুর, শাহাদাত হোসেন, আলাউদ্দিন, খোন্দকার মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, জাকারিয়া, তারেকুল ইসলাম, নোলক জাহাঙ্গীর, রেবেকা সুলতানা মনি, ইকবাল হোসেন তালুকদার, কাজী খোরশেদ মিল্টন, ইকরামুল হক মুন্না, মাহবুবুল আলম রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ ক্বণন’র নজরুল স্মরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘আমরা বিলুপ্তির স্মৃতি নিয়ে বেঁচে আছি’