সারাদেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও সর্বশেষ এবং পুরোনোসহ গেজেটভুক্ত হওয়া বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও ব্যক্তিগত পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি গতকাল চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। শফিউল আজিম ও উর্বশী দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাফর আলী হিরু, আসহাব উদ্দীন, ইঞ্জিনিয়ার ইসলাম খান, মো. ফেরদাউসুল ইসলাম খান প্রমুখ।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া ১৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদপত্র ও ব্যক্তিগত পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে। তম্মধ্যে জীবিত ৮১ জনকে ডিজিটাল সনদপত্র ও ব্যক্তিগত পরিচয়পত্র এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের প্রতিনিধির কাছে শুধুমাত্র ডিজিটাল সনদপত্র তুলে দেওয়া হয় গতকাল বৃহস্পতিবার।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, মাহবুবুর রহমান, নজির আহমদ, কে এম ছালাউদ্দিন, শামসুল হুদা বিএসসি, শাহাদাত হোসেন, সৈয়দ শাহাবউদ্দিন মাহমুদ, মোহাম্মদ উল্লাহ, আকতার আহমদ প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রুমে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব সার্টিফিকেট ও স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শেষে জীবিত ১৩৬ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও মৃত ১৩৯ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে ইসমাইল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, ডেপুটি কমান্ডার মো. হোসেন মাস্টার, আবদুর রহিম চৌধুরী, নুরুল হুদা, ফরিদ আহমদ প্রমুখ।