বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার

আজাদী ডেস্ক

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগে গৃহহীনদের হাতে বিনামূল্যে আরও ৩৯ হাজার ৩৬৫টি আধাপাকা বাড়ি হস্তান্তর করার পাশাপাশি সারাদেশে আরও ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন। তিনি গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ২ প্রকল্পের চতুর্থ ধাপে বাড়ি হস্তান্তরের সময় চট্টগ্রাম বিভাগের রাউজান, বোয়ালখালী ও চকরিয়া উপজেলাকেও গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজান উপজেলার গৃহহীন ও ভূমিহীন (তালিকাভুক্ত) ৮৩৯টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে। গতকাল ৬১৬টি ঘরের চাবি হস্তান্তর করেছেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন এমপি ফজলে করিম।

অনুষ্ঠানে তিনি বলেন, তালিকাভুক্ত অবশিষ্ট ২২৩ ভূমিহীনগৃহহীন পরিবারের ঘর নির্মাণ শেষ পর্যায়ে। নির্মাণ সম্পূর্ণ হলে ঈদের পর তাদের চাবি হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, যাদের জমি আছে ঘর নেই এরকম পরিবারসমূহের (তালিকা) তালিকা তৈরি হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আ. লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কার্মকর্তাসহ ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ভূমিহীন পরিবারের সদস্যগণ।

বোয়ালখালী : বোয়ালখালী প্রতিনিধি জানান, গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজান উপজেলার জন্য আজ অনন্য অসাধারণ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবে না। তিনি যা বলেন তা করেন। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার মধ্য দিয়ে চট্টগ্রামের ৬টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও থানার ওসি মো. আবদুর রাজ্জাক। পরে বোয়ালখালীর ৫৩টি পরিবারকে চতুর্থ পর্যায়ে জমির দলিলসহ পাকা ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক।

চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, গতকাল বুধবার একযোগে সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে চকরিয়ার নামও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে চকরিয়ায় সর্বশেষ ১৯২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এনিয়ে চকরিয়া উপজেলায় পুনর্বাসন করা হয়েছে সর্বমোট ৮৭৪টি পরিবারকে। অপরদিকে পেকুয়া উপজেলায় নতুন করে ২৭টিসহ এই পর্যন্ত বাড়ি পেয়েছেন ১৫৮ পরিবার। সবমিলিয়ে দুই উপজেলায় শতভাগ পুনর্বাসনের আওতায় এসেছে ১০৩২টি পরিবার। কক্সবাজার জেলায় প্রথম গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হলো চকরিয়া। গতকাল সকালে চকরিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, পুলিশের সার্কেল অফিসার মো. তফিকুল আলম, এসি ল্যান্ড রাহাত উজজামান, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা জানান, পেকুয়ার ১৫৮টি পরিবার তালিকাভুক্ত হয়। গতকাল পর্যন্ত তালিকাভুক্ত সব পরিবারই ঘর বুঝে পেয়েছেন।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল চতুর্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ভাটিয়ারীর ১২০ পরিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, রেহান উদ্দিন রেহান প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাঙ্গুনিয়ার আরও ৪৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হল। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবত্তী, রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, নতুন করে জমিসহ ঘর পেল আরও ৪৬ পরিবার। আগামী জুন মাসের মধ্যে ১০১টি ঘরের নির্মাণ কাজ শেষ করে রাঙ্গুনিয়াকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে বলে আশা করছি।

টেকনাফ : টেকনাফ প্রতিনিধি জানান, উপজেলার গৃহহীন ও ভূমিহীন ১৪৩ পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জাফর আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী, উপজেলা আ. লীগের সহসভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে নতুন করে মাথা গোঁজার ঠাই পেল আরো ৮০টি পরিবার। গতকাল গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এ সময় নতুন ঘর পাওয়া ৮০ পরিবারের সদস্যরাসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী কাজী ফাহান বিন মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাফিন ইশমাম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, উপজেলার ৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশে ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল প্রদান করেন। এ উপলক্ষে কাসেমমাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, পৌর মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন প্রমুখ।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪৩৯ পরিবার। গতকাল রাঙামাটি জিমনেসিয়াম মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এসব ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় ১৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার হাটহাজারী পৌরসভায় ৬৪টি, মির্জাপুর ইউনিয়নে ৬৩টি, ফরহাদাবাদ ইউনিয়নে ২৫টি সহ মোট ১৫২টি ঘর হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

পূর্ববর্তী নিবন্ধইন্সপেক্টরস অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার নির্বাচন
পরবর্তী নিবন্ধ১১৫ কোটি টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে কাজের দরপত্র উন্মুক্ত