বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ২৬ হাজার ২২৯টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় ৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বোয়ালখালী : বোয়ালখালীতে ১৫ গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর এবং দলিল প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ, রেজাউল করিম বাবুল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমির খতিয়ান ও ঘরের সনদ গৃহহীন পরিবারের হাতে তুলে দেন প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রেস বিজ্ঞপ্তি।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচির আওতায় পটিয়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। দেশের ৫২টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপকারভোগীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কল্পনা রহমান, স্বপন চন্দ্র দে, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জেরিন, সরোজ কান্তি সেন নান্টু, মাহবুবুল হক চৌধুরী, আমিনুল ইসলাম টিপু, ইনজামুল হক জসিম, নুরুল ইসলাম। জানা যায়, গতকাল ১০টি একক গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হয়েছে পটিয়া। এর আগে উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ৩১৫ জন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছিল।

চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলার ডুলাহাজারা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪০ পরিবারকে ঘর ও জমির দলিল-খতিয়ান বুঝিয়ে দেয়া হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তন মোহনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পিকআপ চাপায় নিহত ৬ সহোদর ও আহতদের পরিবারের মাঝে মুজিববর্ষের ৮টি ঘর প্রদান করা হয়।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জন উপকারভোগীকে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করেন সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, প্রসাশনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ। এর আগে একই প্রকল্পের আওতায় উপজেলার আরো ৬৫ জনকে জমিসহ ঘরের চাবি হন্তান্তর করা হয়।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে ৫৪টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছেন। গতকাল উপজেলা প্রশাসন স্থানীয় ভূমিহীন পরিবার ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। উপহারের ঘরের চাবি বুঝিয়ে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, চেয়ারম্যানগণ, পৌর কাউন্সিলরবৃন্দ।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলায় একশ ভূমিহীন-গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা হলরুমে এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, পরৈকোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা গৃহহীন-ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

বাঁশখালী : বাঁশখালীতে গতকাল ১৫ পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়। বাঁশখালী‌ অফিসার্স ক্লাবে এ গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীসহ বি‌ভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নতুনগৃহ প্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

মহেশখালী-কুতুবদিয়া: মহেশখালী প্রতিনিধি জানান, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবার জমিসহ ঘর পেল। গতকাল কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে ৫টি পরিবারকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার বিউটি, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বক্তব্য রাখেন। অপরদিকে মহেশখালীতে ঘর পেলেন ৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন।

পূর্ববর্তী নিবন্ধজড়িতদের গ্রেপ্তার দাবি সিপিবির
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আজ তথ্যমন্ত্রীর চার কর্মসূচি, যাবেন রাঙ্গুনিয়ায়