বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

্লকর্ণফুলী উপজেলা বিএনপি : গতকাল বিকেলে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক মামুন মিয়ার নেতৃত্বে শিকলবাহা এলাকায় আনন্দ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপজেলা যুবদলের উদ্যোগে বিজয় মিছিল এবং উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীর সাথে বিজয় উদযাপন এবং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিজয় মিছিল করে।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। কারণ গণতন্ত্রের খোলসে আওয়ামী স্বৈরাচারী সরকারের অধিনে দেশের মানুষ জিম্মি ছিল। তাই হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

আনোয়ারা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল আনোয়ারায় আনন্দ উৎসব করেছে উপজেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। উপজেলার আনোয়ারা সদর, বৈরাগ, বরুমচড়া, বারশত, রায়পুর, বটতলী, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুইঁদন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিকালে বিএনপির আয়োজিত আনন্দ র‌্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দীন চৌধুরী, আবুল কালাম আবু, মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, মোজাম্মেল হক, মেজবাহ উদ্দীন জাহেদ, হাসান চৌধুরী, সাইফুল ইসলাম, বদিউল আলম, মো. নুর, জসিম উদ্দীন, ফিরোজ খান, ইলিয়াছ করিম মিঠু, বজলুল হক, মো. ইউনুচ, হারুনুর রশীদ, সালাউদ্দীন সুমন, আতিকুর রহমান প্রমুখ।

চন্দনাইশ এলডিপি : চন্দনাইশ প্রতিনিধি জানান, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় বিজয় মিছিল করেছে উপজেলা ও পৌরসভা এলডিপি। গতকাল মঙ্গলবার মিছিলটি চন্দনাইশ সদরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিলে উপজেলা চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিজয় মিছিল শেষে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদ, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপি সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, আবদুল মাবুদ, সাইফুল ইসলাম, সাইফুদ্দিন, মো. জমির হোসেন, মো. মহিউদ্দীন, শাহাদাত হোসেন মুন্না, মো. সালাহ উদ্দীন, মাসুদ পারভেজ, মোজাম্মেল হক, মো. মাসুদ, নাজিম উদ্দীন প্রমুখ।

সন্দ্বীপ উপজেলা বিএনপি: সন্দ্বীপ প্রতিনিধি জানান, ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামীলীগ সরকারের পতনের কারণে জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির কমপ্লেঙ কার্যালয় চত্বরে আজমত আলী বাহাদুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসাইন ঠাকুর, আবুল কাসেম মাস্টার, মামুন চেয়ারম্যান, জয়নাল আবেদীন বাকের, ফোরকান উদ্দিন রিজভী, জাহেদ কামাল প্রমুখ। এসময় বক্তারা কর্মী সমর্থকদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান,আওয়ামী লীগ সরকারের পতনের খবরে সীতাকুণ্ডে গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণ আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এবং ছাত্রজনতা। এছাড়া একইদিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির শুকরানা মিছিল বের করে। উপজেলার পৌর সদর মিছিলে মিছিলে উত্তাল থাকে। এ সময়ে জাতীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে তারা। মিছিল শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা রাস্তার মোড়ে জমায়েত হয়। সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ডা.কমল কদর, সদস্য সচিব মো. কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, মো. ইউসুফ নিজামী, মো. মোরছালিম, আরঙ্গজেব মোস্তফা, ফজরুল করিম চৌধুরী, আবুল মুনছুর, শাহাবউদ্দিন রাজু, মো. আলাউদ্দিন, মো. আশরাফুল, জিয়াউদ্দিন বাবলু, মো. বখতিয়ার উদ্দিন, ইসমাইল হোসেন সিরাজী, হেলাল উদ্দিন বাবর, মো. শাহেদ প্রমুখ। অন্যদিকে জামায়াত ইসলামীর সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সেক্রেটারী আলাউদ্দিন সিকদার, সহ সেক্রেটারী ফজলুল করিম, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দিন আজ চৌধুরী, অ্যাড হোসাইন মো. আশ্রাফ উদ্দিন, অ্যাড আশরাফুল রহমান প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রজনতা আনন্দ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার পৌর শাপলা চত্বরে শত শত ছাত্র জনতার মানুষের উপস্থিতিতে বিজ উল্লাসে পুরো শহর মুখরিত হয়। এসময় পৌর শাপলা চত্বর মুক্তমঞ্চে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ আমান হাসান ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন , আপনারা যে বিজয় পেয়েছেন তা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, দেশব্যাপী ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ও বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবে মিছিল মিটিং সমাবেশ সহ আনন্দ মিছিল করে। গতকাল মঙ্গলবার বিভিন্ন কলেজের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সমবেত হয়ে উপজেলা শহীদ মিনারে একটি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, সালেহিন রায়হান, আবু সাঈদ প্রমুখ । সমাবেশ শেষে শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিন করে।

মীরসরাই বিএনপি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার, গিয়াস উদ্দিন, জাহেদুল আবছার জুয়েল, ফরহাদ, মহিউদ্দিন, কামরুল হাসান লিটন প্রমুখ। আবার পৃথক আরেকটি সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সহ বিএনপির নেতৃবৃন্দ গাজী নিজাম, দিদারুল আলম মিয়াজী, শাহিনুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন। আবার জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির ও পৃথক ভাবে আনন্দ মিছিল করে মীরসরাই সদরে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, শেখ হাসিনার পদত্যাগে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বিজয় উল্লাস অব্যাহত রেখেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার আনন্দ র‌্যালি করার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে একইভাবে উপজেলার বিভিন্ন সড়কে ও অলিগলিতে নেমে আনন্দ প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। এই সময় শান্তি সমাবেশ, গণমিছিল ও আন্দোলনে নিহত ছাত্রদের জন্য গায়েবানা জানাজাও আদায় করেন নেতৃবৃন্দ। কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা থেকে তাপবিদ্যুৎ গেট পর্যন্ত সকাল থেকেই সড়কে নেমে আসেন বিএনপি নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তার প্রয়োজনে অনেক পুলিশ আত্মগোপনে : অতিরিক্ত আইজি
পরবর্তী নিবন্ধসাংবাদিক মামুন আবদুল্লাহর পিতার ইন্তেকাল