বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শনে মেয়র

ঘূর্ণিঝড় সিত্রাং

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে কন্ট্রোল রুম চালু, মেডিকেল টিম গঠনসহ নানা প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রস্তুত রাখা হয় প্রয়োজনীয় শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি। খোলা হয়েছে ৭৪টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে উপকূলীয় এলাকার লোকজনদের আশ্রয় নিতে গতকাল দুপুর থেকে মাইকিং করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এদিকে গতকাল সন্ধ্যায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এর আগে সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মলেন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুুতি সভা করে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এদিকে সন্ধ্যায় আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে রেজাউল করিম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, সার্বিক তথ্য সংগ্রহ ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দামপাড়ায় কন্ট্রোল রুম চালু রেখেছি। মাইকিং করে সতর্ক করা ও নিরাপদ আশ্রয়কেন্দ্র চলে আসার অনুরোধ জানানো হচ্ছে। শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানিসহ কর্পোরেশনের মেডিকেল চিকিৎসা সেবা টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়ের জন্য উপকূলীয় এলাকায় ৭৪ টি সাইক্লোন সেল্টার ও চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখার জন্য সংলিষ্ট প্রতি নির্দেশ দেয়া হয়েছে। পরিদর্শনকালে কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর আবদুল বারেক ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আশ্রয়কেন্দ্রে ১৫ হাজারের বেশি মানুষ
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজ অক্সিজেন শাখার পুরস্কার বিতরণ