চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অপরাধে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গত সোমবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স বিহীন বিভিন্ন ইটভাটা থেকে পলিথিন সংগ্রহ করে প্লাস্টিক কারখানায় সরবরাহ করার অপরাধে ইসপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ অনুযায়ী মোহাম্মদ লোকমান নামে একজনকে ৫ হাজার টাকা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী এ কে ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস ঈগল পরিবহনের ৩টি যাত্রীবাহী বাসকে ৭,৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন। এছাড়া চন্দনাইশ থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারী সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।