বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, . আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, . তাসনিম উদ্দিন চৌধুরী, রকিবুল হোসেন, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রিদোয়ানুল হক,আসিফ চৌধুরী সাদি ও সাইদুল আবরার। উপাচার্য বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষ ভিত্তিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চর্চা করা। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রমাণ করে যে, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু মেধাবীই নয়, তারা মানবিকতাসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠছে। একটি মহৎ কাজ, যা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

আলোর দিশা

লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ওয়াজ উদ্দিন সিকদারপাড়ার দরিদ্র মানুষদেরকে আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে গত রোববার কম্বল বিতরন করা হয়। ফাউন্ডেশনের ইসি সদস্য হাফেজ আবুল কালামের নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি মেম্বার আব্দুর রসিদ, আবুবকর, নাছিরউদ্দিন, আব্দুল মালেক, আব্দুল মোতালেব প্রমুখ। ইউপি মেম্বার আব্দুর রসিদ আলোর দিশার কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, অজপাড়ার দরিদ্র ও শীতার্তদের কম্বল বিতরণ করা ব্যতিক্রম কর্মসূচি। তিনি ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা
পরবর্তী নিবন্ধচবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা