বাকলিয়া ইউসুফ ফাউন্ডেশন : ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়–দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে বুধবার (১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সমাজসেবক, চট্টগ্রাম–৯ নির্বাচনী আসনের নেতা মোহাম্মদ শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ ওসমান গণি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।
এছাড়াও একইদিন বজ্রঘোনা ইউনিট বিএনপির শীতবস্ত্র উপহার অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নুরুল আলম রাজু। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পশ্চিম ষোলশহর ওয়ার্ড : জামায়াতে ইসলামী মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যে রাষ্ট্রে কেউ অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার অভাবে থাকবেনা। তিনি ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গত ৩১ ডিসেম্বর জামায়াতে ইসলামী মহানগরীর পাঁচলাইশ থানার ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আমীর অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি। বক্তব্য রাখেন মুহাম্মদ মহিউদ্দিন ওসমান গণী বাবলু, মাওলানা হেদায়েত উল্লাহ, আলম কুতুবী, মাঈন উদ্দিন, মুহাম্মদ ছলিম উল্লাহ, মুহাম্মদ রাশেদুল ইসলাম, দিদারুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য পূজা উদযাপন পরিষদ, দক্ষিণ জেলা নেতৃবৃন্দের নিকট শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। গত ১ জানুয়ারি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল সুমন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের নিকট এসব শীতবস্ত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ মিত্র, প্রদীপ কুমার দে প্রমুখ।
দীর্ঘাপাড় আশ্রয়ণ প্রকল্প : সন্দ্বীপ প্রতিনিধি জানান, সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপের সর্ব উত্তরে বেড়িবাঁধের বাইরে অবস্থিত দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা কম্বল বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আকতারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, অধ্যক্ষ কামরুল হাসান, ইলিয়াস সুমন, রিয়াদুল মামুন সোহাগ, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফুলমিয়া, সন্দ্বীপ ছাত্র ফোরাম চবির সভাপতি রিফাত রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভার শীতার্ত মানুষের জন্য ২ হাজার ১০০ টি কম্বল এসেছে। শীতার্ত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে।