বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ : ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ আব্দুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক, মুজিবুর রহমান স্বপন, তারেক ইমতিয়াজ ইমতু, স্বপন ভট্টাচার্য্য, ফজলুল হক, আমির আহমেদ, জয়নাল আবেদীন, আব্দুল মতিন। এতে ওয়ার্ডের প্রায় ৫০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবাধিকার এসোসিয়েশন : বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের উদ্যোগে অ্যাডভোকেট কামরুন নাহার বেগম গত ১৬ জানুয়ারি নগরীর নন্দনকাননস্থ বাওয়া চিলড্রেনস হোম এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে অংশ নেওয়া একটি মহৎ কাজ। তিনি বলেন, সকল বিত্তবানদের এতিম শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন।
সংগঠনের পক্ষ থেকে বাওয়া চিলড্রেন্‌স হোমের শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স ম জিয়াউর রহমান, মো. হাসান মুরাদ, হাফেজ মো. আবদুল হান্নান পাটোয়ারী।
সোস্যাল ওয়াল ফেয়ার সমিতি : সোস্যাল ওয়াল ফেয়ার সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার সমিতির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে হালিশহর কে ব্লক এলাকায় শীতার্ত মানুষের নিকট কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল আলম, মাওলানা ওলিউর রহমান প্রমুখ। বক্তারা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
সংশপ্তক : চট্টগ্রামে সংশপ্তক ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটির অক্সিজেন-বায়েজিদ ,কালুরঘাট এলাকায় শারীরিক প্রতিবন্ধী, পোষাক শ্রমিক ও হত দরিদ্রদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। সংশপ্তক গত ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করে। এতে অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সংস্থার উপ-পরিচালক অগ্রদূত দাশগুপ্ত।
বিতরণকালে বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন নইমুদ্দিন খান, মো. মোরশেদ, পলাশ চন্দ্র দাশ, মোঃ রফিকুল ইসলাম, ফারজানা কামাল, দিপ্তী রানী সরকার, কান্তা মল্লিক প্রমুখ।
অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম বলেছেন, দেশের শৈত্যপ্রবাহ চলছে। অসহায়, দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে যাওয়া যেমন প্রয়োজন ঠিক তেমনি শ্রমজীবী বিশেষ করে অটোরিকশা ও টেম্পু চালকদের পাশেও দাঁড়াতে হবে। তিনি দেশের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ওমেন কলেজ মোড় শাখা আয়োজিত চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মো. হাসান মোল্লার সভাপতিত্বে ও মো. ইমরান হোসেনের সঞ্চালনায় নাসিরাবাদ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত মো, খালেদ রেজা চৌধুরী, মো. মোরশেদ, মো. হারুনুর রশীদ, মো. আব্দুর রব সোহেল, মো. পারভেজ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়ায় শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিমিপয়াড
পরবর্তী নিবন্ধচুয়েট ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ