বিভিন্নস্থানে মতবিনিময় ও বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল মহাষষ্ঠীতে বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা নবাগত পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বাঁশখালীর পৌরসদর জলদী, শেখেরখীল ও সাধনপুর এলাকায় অবস্থিত বেশ কয়েকটি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় চট্টগ্রাম পরিচালক ও জেলা কমান্ড্যান্ট আশরাফ হোসেন ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুজন চন্দ্র সরকার, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি)খোন্দকার মাহমুদুল হাসান, সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন, চাম্বলের চেয়ারম্যান মজিবুল হক চৌধুরী, সাধনপুরের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল।
চসিক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে জামালখান কুসুম কুমারী স্কুল প্রাঙ্গণে গতকাল শনিবার মহাষষ্ঠীতে প্রধান অতিথির বক্তব্যে চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, প্রত্যেক ধর্মেরই মূল কথা হচ্ছে মানব কল্যাণ। মানুষের মানবিক ও কল্যাণমূলক কাজে এগিয়ে এলেই ঈশ্বরের নৈকট্য লাভ সম্ভব। ওয়ার্ড কাউন্সিলর ও চসিক পূজ উদ্‌যাপন পরিষদের সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী ও সাংস্কৃতি সম্পাদক রাজেস চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, স্বামী শক্তি নাথানন্দ মহারাজ, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, আঞ্জুমান আরা। এতে স্বাগত বক্তব্য রাখেন-চসিক পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদ রতন চৌধুরী, হারাধন আচার্য্য প্রমুখ।
৮নং শুলকবহর ওয়ার্ড : গত বুধবার ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে ৮নং ওয়ার্ডসহ পাঁচলাইশ থানা আওতাধীন ৯টি পূজামণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভার উদ্যোক্তা কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য প্রিয়লাল গোস্বামীর সঞ্চালনায় সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। এসময় প্রধান অতিথি ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, প্রধান বক্তা ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, বিশেষ অতিথি ছিলেন ডা. সাধন চন্দ্র রায়, রুবেল শীল, শুভাশীষ চৌধুরী প্রমুখ।
বাগীশিক ধলই ইউনিয়ন সংসদ : হাটহাজারী প্রতিনিধি জানান, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ধলই ইউনিয়ন সংসদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের আওতাধীন গীতা শিক্ষা কেন্দ্র সমূহের প্রতিনিধিদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার পশ্চিম ধলইস্থ রাম ঠাকুর ধাম ও এনায়েতপুরস্থ ব্রজধাম আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা ডা. রনজিত দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি গঙ্গাপদ গোস্বামী, শ্যাম সুন্দর বৈষ্ণব, সুদীপ নাথ। সভায় সভাপতিত্ব করেন বিমল মজুমদার। সভা পরিচালনা করেন আশিষ রায়।
বোয়ালখালী উপজেলা : বোয়ালখালী উপজেলার বিভিন্ন মণ্ডপে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী। গতকাল উত্তর ভূর্ষি শহীদ মতিলাল সংঘ দুর্গা বাড়ী প্রাঙ্গণে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেন। বোয়ালখালী উপজেলার ৯২টি পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন মণ্ডপে বস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বিশুরাম বসু, আওয়ামী লীগ নেতা রতন কুমার চৌধুরী, কাউন্সিলর সুনীল ঘোষ, সমাজকর্মী মৃদুল চৌধুরী, অজিত বিশ্বাস, বিধান রক্ষিত, রাণা রক্ষিত, কুমকুম দাশ, উজ্জ্বল কুমার চন্দ, নবজিৎ চৌধুরী, অমিত লালা, সাগর চৌধুরী, সুমন তালুকদার, আশুতোষ চৌধুরী প্রমুখ।
উত্তর সাতকানিয়া : উত্তর সাতকানিয়ার বিভিন্ন ইউয়িনের পূজামণ্ডপে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান গতকাল শারদবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমানুর রশিদ, কালিইয়াশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দাশ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস, মাস্টার মহিউদ্দিন, সুজন তালুকদার, টিটু চক্রবর্তী, অধীর দাশ, হেলালুর রহমান, রাশেদ খান মেনন, মোহাম্মদ মনজুর আলম, সুজন তালুকদার, টিটু চক্রবর্তী, অধীর দাশ। উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সুমন দাশ, কাজল দাশ, সনাতন দাশ, রাজিব দাশ, তপন চৌধুরী, সুমন দাশ, কাজল দাশ, সনাতন দাশ, রাজিব দাশ, তপন চৌধুরী, নাজিম উদ্দীন, আশুতোষ চক্রবর্তী, মোছাদ্দেকুর রহমান আজাদ সিকদার, মোহাম্মদ বেলাল, প্রমিজ চৌধুরী, মোহাম্মদ ফরহাদ, আশুতোষ চক্রবর্তী, প্রমিজ চৌধুরী।
ডবলমুরিং, হালিশহর, পাঁচলাইশ, খুলশী : নগরীর ডবলমুরিং, হালিশহর, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলি থানার আওতাধীন ৪৯টি পূজামণ্ডপের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু ব্যবস্থাপনায় এ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আতিকুর রহমান, কাউন্সিলর নূরুল আমিন কালু, সৈয়দ মো. জাকারিয়া। পূজন লোধের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদ নেওয়াজ, আবদুর রহমান, এড. মো. নোমান চৌধুরী, শেখ সরোয়ার্দী, সরোয়ার জাহান, কাউন্সিলর ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, কাউন্সিলর আনজুমান আরা আনজু, হুরে আরা বিউটি, লিটন দেবনাথ, শিবুপ্রসাদ চৌধুরী, দেবাশীষ মজুমদার, রুবেল শীল, সুমন সর্ববিদ্যা। আরও উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিব, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, আলমগীর আলম, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, মো. নাহিদ, এড. রবি সৈয়দ, মো. সাইফুল করিম, ইমরান আহমেদ শাওন প্রমুখ।
আনোয়ারা সমন্বয় : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় মানবকল্যাণ ও সামাজিক সংগঠন ‘সমন্বয়’ এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও নগদ শিক্ষাসহায়তা প্রদান অনুষ্ঠান গত শুক্রবার উপজেলার হাইলধর ইউনিয়নের কেজিএম দূর্গামন্দির মাঠে অনুষ্ঠিত হয়। সমন্বয় কার্যকরী কমিটির সভাপতি বিভাষ পালের সভাপতিত্বে ও সমন্বয়ের সাধারণ সম্পাদক সদীপ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন মদন বৈদ্য, প্রধান বক্তা ছিলেন, সমন্বয়ের সিনিয়র সহ সভাপতি প্রণব দাশ গুপ্ত (বাচ্চু), বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দীন, লায়ন দিলীপ কুমার শীল, মাস্টার রতন কান্তি শীল, শশাঙ্ক শীল, ইউপি সদস্য মো. সেলিম, মোজাহের মিয়া, সাজিয়া সুলতানা, অভিকল গুপ্ত (অভি), তুষার চৌধুরী, অনুপম পাল, টিপু পাল, অসীম পাল, উজ্জ্বল পাল, রিপন পাল, তপন দাশ, গৌতম ওয়াদাদার, সুভ ওয়াদাদার, অমল সেন।
পাথরঘাটা পূজা উদ্‌যাপন পরিষদ : পাথরঘাটা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ, পুরষ্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাংগ্রীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্যামানন্দ ব্রাহ্মচারী, মহাআশীর্বাদক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব। আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুল কান্তি চৌধুরী, অরুণ কান্তি মল্লিক, অদুল অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিতা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. নারায়ণ মজুমদার, ৩৪নং ওর্য়াড কাউন্সিলর পুলক খাস্তগীর প্রমুখ।
জাগো হিন্দু পরিষদ চান্দগাঁও থানা : জাগো হিন্দু পরিষদ চান্দগাঁও থানার উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর চান্দগাঁও থানার মধ্যম মোহরায় কে এস পার্ক কমিউনিটি সেন্টারে চান্দগাঁও থানার কার্যকরী পরিষদ ২০২২ ও ২০২৪ এর অভিষেক অনুষ্ঠান এবং দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। চান্দগাঁও থানার নবগঠিত কমিটির সভাপতি মিটু নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুভ শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। প্রধান বক্তা ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক লিটু সূত্র ধর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অমিত পারিয়েল, চান্দগাঁও থানার উপদেষ্টা বিশ্বজিৎ পাল, পিয়াল শর্মা, সৈকত বসু, রাজিব দে, জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি নাথ, রাঙ্গুনিয়া শাখার সদস্য সবুজ নাথ সহ চান্দগাঁও থানার সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খের ভাঙনে এখন আর কাউকে বসতঘর হারাতে হয় না
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে দেশে ৩৫৯৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৭