হাটহাজারী উপজেলা
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগে চট্টগ্রাম জুড়ে ২৩ লাখ গাছ লাগানোর অংশ হিসেবে হাটহাজারীতে লাগানো হচ্ছে দেড় লক্ষাধিক গাছ। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আম, মালটা, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় গত ২৬ জুলাই বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক ও তাদের প্রতিনিধির মাঝে ৫ হাজারেও বেশি চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ। এ সময় ইউএনও মো. শাহিদুল আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পুরো চট্টগ্রামজুড়ে যে বৃক্ষরোপণ আন্দোলন চলছে হাটহাজারীতেও তার ঢেউ লেগেছে। আমরা দেড় লক্ষেরও বেশি গাছ লাগানোর অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ২০ হাজারেরও বেশি চারা বিতরণ করেছি। প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।
চবি গাউসিয়া কমিটি
চবি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে চবি গাউসিয়া কমিটি। গত বুধবার ক্যাম্পাসের জিরো পয়েন্টে এলাকায় একশোর অধিক শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ সংরক্ষণ ও মানবসেবায় সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র🙂 এর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।
তিনি বলেন, করোনা মহামারী, সিলেটের বন্যা ও সীতাকুণ্ড ট্র্যাজেডির মতো কঠিন পরিস্থিতিতে গাউসিয়া কমিটি সাহসিকতার পরিচয় দিয়েছে। সকলে সচেষ্ট হলে পরিবেশ ধ্বংসের যে ভয়াবহতা তা থেকে দেশ ও মানবজাতিকে রক্ষা করা সম্ভব। চবি গাউসিয়া কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সহ–সভাপতি আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ মুনতাছির মোহাইমেন, গ্রন্থাগারের ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মাদ সিকান্দার মিয়া প্রমুখ।
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট
চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। ট্রাস্টের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো: ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা।
বিশেষ অতিথি ছিলেন শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটির সদস্য সচিব নওশাদ চৌধুরী। চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক আইউব আলী, ট্রাস্টের পরিচালক প্রফেসর মো. আবুল হাসান, পরিচালক এম.এ. সবুর, প্রকৌশলী মো. নুরুল আলম, প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম, সাংবাদিক শতদল বড়ুয়া, মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথি ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ গড়ে তোলা ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান।
আলোকিত যুব সংঘ
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডের সৈয়দপুরে সমাজ উন্নয়ন সংগঠন আলোকিত যুব সংঘের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরি হচ্ছে গাছ। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ রোপণ করা ছাড়া কোন বিকল্প নেই। গত সোমবার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী। জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোকিত যুব সংঘের চেয়ারম্যান সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরূপ কামালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায়, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।











