চাঁদপুর সিনিয়র মাদ্রাসা : বাঁশখালীর চাঁদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, অধ্যক্ষ হাফেজ আহমদ, শিক্ষাবিদ মাওলানা নাজমুল ইসলাম, আওয়ানীগ নেতা এস এম নুরুল্লাহ, মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ।
পতেঙ্গা ৪০নং ওয়ার্ড : ৪০নং ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেকের উদ্যেগে কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৩ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজর করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন পতেঙ্গা ইয়াং স্টার ব্লাড ডোনারের প্রতিষ্ঠাতা জোবায়ের বাসার। এসময় প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, একেকটি গাছ, একেকটি অক্সিজেন ফ্যাক্টরি। বর্তমান জলবায়ুর পরিবর্তনে বৃক্ষরোপণ বৃহৎ ভূমিকা পালন করবে। এসময় আরো উপস্থিত ছিলেন শাহীন, হানিফ, তৈয়ব, সুমন, রাকিব, মিসবাহ, তানভীর, সামী প্রমুখ।
সামাজিক সংগঠন স্পন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে নগর আওয়ামী লীগ সহ সভাপতি ডা. মো. আফসারুল আমিন এমপির হাতেগড়া সংগঠন স্পন্দনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ওয়ার্লেস কলোনি ঝাউতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হায়দার আলীর সভাপতিত্বে মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চসিক নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ইয়াকুব আলী মজুমদার, নুরুল মোস্তফা, প্রধান শিক্ষক মো. মহসিন, সাংসদ ডা. মো আফসারুল আমিনের পুত্র সমাজসেবক মো. ফয়সাল আমিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক সেলিম, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম শাহ, স্কুলের শিক্ষকবৃন্দ রোকেয়া বেগম, আবদুল হক, রিনা চক্রবর্তী, প্রতিক ধর, প্রদীপ কানুনগো, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ রকেট, আবদুল জব্বার, সাবেক জিএস হেলাল উদ্দিন, শামসুর দোহা শাহীন, হাজী নাছির, মো. মাহতাব, মোজাম্মেল হক সুমন।