ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস : ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান আবদুল আজিজ ও চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: মো. লুৎফর রহমান বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা উপ সচিব মো. আবদুর রহিম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মো. ইনাম এলাহী, ইঞ্জি: মামুনুর রশীদ, আব্বাস মোমিনুল হক খোকন, মো. নুর উদ্দীন, ইব্রাহিম বাচ্চু, আবুল কালাম আজাদ, উম্মে সালমা, ইঞ্জিনিয়ার শাহিন, মো. আবুল কাশেম, মো. গোলাম মোস্তফা, সুজিত ধর, আবদুল করিম, মো. আবুল হাসেম, জান্নাত প্রমুখ। উপ সচিব মো. আবদুর রহিম বলেন, পরিবেশকে বসবাসের উপযোগী এবং ভবিষৎ প্রজন্মের জন্য পরিবেশ আরো ভালো হয় সে কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অধ্যক্ষ ইঞ্জি: মো. লুৎফুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। জেলা কমিটির সভাপতি মো. ফারুক আহমেদ বলেন, সকলে গাছ লাগিয়ে দেশের সৌন্দর্য রক্ষাকল্পে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা করি।

অভয়মিত্র ঘাট জামে মসজিদ কমিটি : অভয়মিত্র ঘাট জামে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে গতকাল সোমবার মসজিদের আশপাশে ও পুকুর পাড়ে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। মসজিদের খতিব ড. মাওলানা নুর হোসাইন পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কেউ কোনো বৃক্ষ রোপন করলে তার ফল যে কোনো প্রাণী ভক্ষন করুক না কেন আল্লাহ তাআলা বৃক্ষ রোপণকারীকে উক্ত ফসলের ছাদকার ছাওয়াব দান করবেন। এ সময় উপস্থিত আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম, এসএম জলিল সওদাগর, অ্যাডভোকেট আবুল কাশেম চৌধুরী, কমরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, হাফেজ মুনির, জাকারিয়া আলম রিফাত, সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












