পিসিআইইউ সাংবাদিকতা বিভাগ: দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার খাগড়াছড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার বিতরণ করা হয়। আজ রোববার বিভাগের ২টি টিম মীরসরাই এবং ফেনীর বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে শুকনো ও রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করবে। এ ছাড়াও গত শুক্রবার ফটিকছড়িতে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেছে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ। এর আগে গত ৪ দিন বিভাগের শতাধিক শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন স্থান হতে বন্যার্তদের জন্য ২ লক্ষাধিক টাকা সাহায্য তহবিল সংগ্রহ করে। এ প্রসঙ্গে বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের সংকট উত্তরণে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে এ উদ্যোগে অংশগ্রহণ –জাতীয় ঐক্যের প্রতিফলন। ভবিষ্যতে এমন মানবিক প্রচেষ্টায় তারা দেশের পাশে থেকে একটি বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবে।
ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশই ঘর–বাড়ি, ক্ষেত–খামার পানিতে ভেসে গেছে। পানি কমলেও এদের খোলা আকাশের নিচেই ঠাঁই নিতে হবে। তাই বন্যার্তদের পুনর্বাসনে জরুরী ভিত্তিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ আবশ্যক। তিনি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, সুয়াবিল, সুন্দরপুর, ভূজপুর ও নারায়নহাট এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন। অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বে একটি রিলিফ টিম গতকাল শনিবার ফটিকছড়ির দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, কফিল উদ্দীন রানা, মুহাম্মদ আলম রাজু , অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, কাজী আহসানুল আলম, ফরিদুল হক, শহীদুল ইসলাম , আল আমিন, আবু বকর, হেলাল উদ্দীন, মাইন উদ্দিন, মাস্টার নোমান, আলমগীর মাসুদ, রাসেদুল আলম রাসেল, শহিদুল ইসলাম প্রমুখ।
সন্দ্বীপ জন্মাষ্টমী উদযাপন পরিষদ: সন্দ্বীপ প্রতিনিধি জানান, সন্দ্বীপ জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে দেশে চলমান বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও আদি গোপাল কৃষ্ণ শশী ধাম মন্দিরের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। গতকাল শনিবার পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার হাতে এই আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এই দুর্যোগের মুহূর্তে সন্দ্বীপ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও আদি গোপাল কৃষ্ণ শশী ধাম মন্দিরের মতো সবাইকে এগিয়ে আসা উচিত। পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, এই দুর্যোগে আমরা অনুষ্ঠানের ব্যয় কমিয়ে সেখান থেকে একটা অংশ দেশের বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য দিতে পেরে খুবই আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, মাস্টার অরুণ চন্দ্র দে, মাস্টার বিষ্ণুপদ রায়, মাস্টার বিধান চন্দ্র দাস,নৃপেন্দ্র কুমার বনিক, হরিলাল মজুমদার, গোপাল ভট্টাচার্য, উমেশ মজুমদার রবি, সনজীব চন্দ্র দাস, মাস্টার রতন কুমার মিত্র, মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, লিটন দাস, নারায়ণ চন্দ্র জলদাস প্রমুখ।
কান্ডারী : স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারীর ব্যবস্থাপনায় চট্টগ্রামের বন্যা কবলিত ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি মাস্টার বাড়ি, বাটিয়ালছড়ি বড়ুয়াপড়া, দোলার বাপের বাড়িসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিলের নেতৃত্বে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। ২০০ পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, বেলা বিস্কুট, টোস্ট বিস্কুট, ৫ লিটার মিনারেল ওয়াটার, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইট, শিশু খাদ্য বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কান্ডারীর শুভাকাঙ্খী মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ আবছার আজিম মুন্না, কান্ডারীর সিনিয়র সদস্য মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মোহাম্মদ ইবনে আল আমিন হোসাইন, সদস্য সাকিব হাসান, দুর্জয় দাশ, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ আতিকুর রহমান, হানিফ প্রমুখ।
বাঘাইছড়ি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল শনিবার দুপুরে উপজেলার এফ ব্লক, মধ্যমপাড়াসহ আশপাশের এলাকা পরিদর্শন করে তিনি বন্যা কবলিতদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি বাঘাইছড়িতে বন্যায় দুর্গত প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ–সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বাঘাইছড়ি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলাপ্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আব্দুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার প্রমুখ। এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বানভাসি মানুষেরা যাতে কোনোভাবেই সাহস না হারায়; সে জন্য সকলকে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। তিনি বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আন্তরিকতার কোনো ঘাটতি নেই। পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও কাজ করা হবে।
আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : হাটহাজারী ছিপাতলী দরবারে আলিয়া কাদেরিয়া আজিজিয়া শরীফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুুঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর (ম.জি.আ.) সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া ও গাউসিয়া যুব সংঘের মানবিক টিম ফেনি, হাটহাজারী ও ফটিকছড়িতে কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। গতকাল শনিবার ছিপাতলী মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে অধ্যক্ষ আল্লামা ফরিদ উদ্দিন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সারা দেশে লাখ লাখ মানুষ আজ পানিবন্দি হয়ে অশেষ দুর্ভোগ পোহাচ্ছে। একমুঠো ত্রাণের আশায় তারা তীব্র আর্তনাদ–আহাজারি করছে। তাই যার যার সাধ্য মোতাবেক দল–মত নির্বিশেষে অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করতে হবে। তিনি বন্যার কবল থেকে বাঁচতে আল্লাহ পাকের সাহায্য কামনা করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা এস.এম শফিউল আলম, মাওলানা কাজী শফিউল আজম, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈন উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, হাফেজ মাওলানা নূর উদ্দিন, মাওলানা ফিরোজ খান, মাওলানা মুহাম্মদ মেহরাজ উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল : ফেনীতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। গতকাল ফেনীর ইউনিয়নের বোগদাদিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ ত্রাণ বিতরণ কার্ক্রযমে নেতৃত্ব দেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলু। উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুন্না, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী নওশাদ হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর কাশেম, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক আরমান, রিপন।
ফটিকছড়ি : ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। গতকাল শনিবার সকালে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলা ভয়াবহ বন্যায় ভাসছে। মানুষের ঘর–বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো মারাত্মকভাবে বন্যাকবলিত। সাধারণ মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাদ্য নেই। পাইন্দং, সুন্দরপুর, ভুজপুরসহ বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। হালদা পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, উপজেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাঈল গণি, ভুজপুর থানা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ আল কাদেরী, উপজেলা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ভুজপুর থানা সেক্রেটারি মাওলানা মোহররম আলী, পাইন্দং ইউনিয়ন সভাপতি নবীর হোসাইন, পাইন্দং ইউনিয়ন সেক্রেটারি এরশাদ উল্লাহ, এজহারুল ইসলাম, পাইন্দং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাঈম উদ্দিনসহ আরও নেতৃবৃন্দ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় নিয়মিত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা বিভিন্ন ক্ষতিগ্রস্ত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন চৌধুরী রুমেল ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশসহ যুব সদস্যরা। প্রধান অতিথির বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, যতদিন স্বাভাবিক অবস্থা না হবে আমাদের নানা মুখি সেবা অব্যাহত থাকবে। নতুন নতুণ এলাকায় প্লাবিত হলে মানুষ আটকা পড়লে সেখানে ও সহযোগিতা করা হবে। জনজীবন নিরাপদ রাখতে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সবরকমের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। চলমান সেবা কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মীরসরাইতে পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনা এবং রান্না করা খাবার বিতরণে ব্যস্ত সময় পাড় করছে যুব স্বেচ্ছাসেবকরা।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোডের সামনে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে ১০টি গ্রামের প্রায় ২শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, তেল ও লবণ। বিতরণ কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ মোঃ শাহাদাৎ হোসেন, জেলা লিগ্যাল এইডস এর সিনিয়র সহকারী জজ রাজীব দে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট সেজুতি জান্নাত, এ্যাডভোকেট মোঃ মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি মোঃ জহুরুল আলম, সহ–সভাপতি এইচ.এম. প্রফুল্ল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন মজুমদার প্রমুখ।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি শাখা : ফটিকছড়ি প্রতিনিধি জানান, টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা বেশিরভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। এর ফলে ডুবে যাওয়া এলাকার মানুষজন পানিবন্দি হয়ে আটকে আছে। মানবতার সেবক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) একমাত্র পুত্র হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (মঃ) মানব কল্যাণ কার্যক্রমের ডাকে সাড়া দিয়ে এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশে প্রাকৃতিক দূর্যোগে মানুষজন উদ্ধারে, তাদের নিকট শুকনো খাবার পৌঁছানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ বিতরণ করছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা। দুর্যোগ ব্যবস্থাপনায় আর্থিকভাবে ও শারিরীক শ্রম দিয়ে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, সুজন শীল, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, রুবেল শীল, শিপ্রা বসু মল্লিক, বিপ্লব চৌধুরী কাশিমুল পাল, মিটু দাশ গুপ্ত, সোমা চৌধুরী সুমি, বিজন শীল, সুমন শীল, ঝন্টু শীল, সাজু শীল, সজিব শীল, রনা শীল ও অন্যান্য সদস্যবৃন্দ।
বারইয়াহাট : মীরসরাই প্রতিনিধি জানান, বারইয়াহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে মানবিক খাবার বিতরণ করে বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন। গতকাল শনিবার পৌরসভার চিনকি আস্তানা হাইস্কুল, ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয়, বাহার উল্লাহ চৌধুরী জামে মসজিদ, শান্তিরহাট গ্রাম, জামালপুর গ্রাম, ধূম স্টেশান রাস্তা, উত্তর সোনাপাহাড় দাখিল মাদ্রাসা, ইসলাম মার্কেট, বারইয়াহাট কলেজ আশ্রয় কেন্দ্র ও পৌরসভার ১ এবং ২ নং ওয়ার্ডে পৃথক পৃথকভাবে মানবিক খাবার, পানি ও অন্যান্য জরুরী সামগ্রী নিজে গিয়ে পৌছে দেন। এসময় কোন কোন এলাকায় হাটু এমনকি কোমর পানিতে ও বন্যা দূর্গতদের মাঝে এই মানবিক খাবার পৌছে দেন বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন। এসময় আরো উপস্থিত ছিলেন বারইয়াহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর প্যানেল মেয়র জসিম উদ্দিন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন বাবলু, বারইয়াহাট পৌর যুবদলের সাবেক সভাপতি কাশেম মাহফুজ, রেজাউল করিম ইমন, আব্দুল মান্নান, বেলায়েত হোসেন বাচ্চু, জয়নাল প্রমুখ।