বিভিন্নস্থানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ভার্যাতলী মৌজার হেডম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াই অং মারমা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার এবং হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবসহ স্থানীয় ইউপি সদস্য, কারবারী এবং অভিভাবকসহ স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী।

পটিয়া প্রতিনিধি : পটিয়ায় পৌরসভা পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে উত্তর গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা টুর্নামেন্টে ট্রাইবেকারে গুয়াদন্ডী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪ গোলে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ, .এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিশা চাকমা, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, দক্ষিন গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুয়ারা বেগম, পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন ইয়াছমিন, প্রধান শিক্ষক অশোক চক্রবর্তী, প্রধান শিক্ষক বিকাশ দে, প্রধান শিক্ষক মোরশেদা বেগম, প্রধান শিক্ষক ফরিদা বেগম প্রমুখ।

রাউজান উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সমশের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ৭ নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি সারজু মোহাম্মদ নাছের, যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আহম্মদ, ৮ নং ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন, ৯ নং ইউপি সদস্য দিলীপ কুমার দে, মো. জাহাঙ্গীর, নুরুল ইসলাম, এসকান্দর হোসেন, বাবুল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনসহ শিক্ষকশিক্ষিকাবৃন্দ।

টুর্নামেন্টে ১০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় সমশের নগর প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ হয় কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় সমশের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ হয় মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন।

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সরফভাটা খেলার মাঠে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১ গোলে বড়খোলা মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ গোলে সিপাহি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে পশ্চিম সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিন খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন নাহার গ্রুপের চেয়ারম্যান মো. হাসেম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ জমির হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মো. দিদার, সাকেরুল ইসলাম সাগর, মো. সেলিম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর, শ্যামল কান্তি ধর, নাসির উদ্দিন, ওহিদুজ্জামান চৌধুরী, রত্না দাশ, আসমা ইসলাম, শামসুল আলম সিকদার, কাজী মুহাম্মদ আল মামুন, মো. নবীর হোসেন, আমজাদ হোসেন প্রমুখ। টুর্নামেন্টে ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে পিডিবির জয়, নয়নের ৫ উইকেট
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের প্রশংসা করে নিজ বোলারদের দুষলেন বাবর