হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল শনিবার নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এবারের নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, মনির আহমদ, ট্রাফিক সার্জেন্ট বখতেয়ার আলম, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, ইউ পি চেয়ারম্যান জায়নুল আবেদিন। বক্তব্য রাখেন মো. খায়রুন নবী, ব্যাংকার জসিম উদ্দিন খান, ওজায়ের আহমদ হামিদী, মো. জাফর, মো. শাহাজাহান, মো.ইলিয়াস, মো. কামাল উদ্দীন, মো. ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে অসহায় দুই পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে বারআউলিয়া হাইওয়ে থানা আয়োজিত ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’শ্লোগানে মহাসড়কে সড়ক নিরাপদ দিবস র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় জনগণ, থানার সকল পুলিশ অফিসার ও কনেষ্টেবলসহ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে থানা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন, থানার এসআই মো. জসিম, এস আই আলমগীর, কাজী সরোয়ার জাহান টুটুল, করিম, রহিম প্রমুখ।
সন্দ্বীপ : সন্দ্বীপে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সহকারী কমিশনার(ভূমি) মো. মঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এবং সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।